Barak UpdatesHappeningsBreaking News
স্বর্ণিম বিজয় মশাল বরাকে
ওয়েটুবরাক, ২৭ অক্টোবরঃ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধজয়ের পঞ্চাশ বছর পূর্তি যে স্বর্ণিম বিজয় মশাল দেশজুড়ে ঘুরে বেড়াচ্ছে, তা মঙ্গলবার বরাক উপত্যকায় এসে পৌঁছেছে। ইম্ফল থেকে ওই মশাল জিরিবাম হয়ে লক্ষীপুর মহকুমার কদমতলায় প্রবেশ করে। সেখানে আসাম রাইফেলসের 37 নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে মশাল গ্রহণ করা হয়। আজ বুধবার সেই মশাল সুসজ্জিত যানে শ্রীকোণায় আইজি সদর দফতরে নিয়ে আসা হয়। শিলচর থাম্পারস বাইকারস ক্লাব এবং কাছাড় ক্যানসার হাসপাতালের একটি টিম মোটর সাইকেল নিয়ে একে এসকর্ট করে। আসাম রাইফেলসের জওয়ানরা তো ছিলেনই। শ্রীকোণায় পাইপ ব্যান্ড বাজিয়ে মশালকে স্বাগত জানিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বর্ণিম বিজয় মশাল গ্রহণ করেন আসাম রাইফেলসের ত্রিপুরার ডিআইজি ব্রিগেডিয়ার একে শর্মা। সঙ্গে ছিলেন ওই যুদ্ধে অংশগ্রহণকারী উধারবন্দের সুভাষচন্দ্র রাজবংশী। সে সময় মাইন বিস্ফোরণে তাঁর হাত উড়ে গিয়েছিল। তাঁকে স্মারক দিয়ে আনুষ্ঠানিক ভাবে সম্মান জানান জেলাশাসক কীর্তি জল্লি। পুলিশ সুপার রমনদীপ কৌরও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে ওই মশাল নিয়ে যাওয়া হয় মাসিমপুর ক্যান্টনমেন্টে। সেখানে পুষ্পস্তবক দিয়ে সেনা জওয়ানদের উদ্দেশে শ্রদ্ধা জানান আসাম রাইফেলসের উচ্চ পদস্থ আধিকারিকরা। মাসিমপুর কেন্দ্রীয় বিদ্যালয়ে এ উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার স্বর্ণিম বিজয় মশাল নিয়ে আসা হবে জেল রোড সংলগ্ন আসাম রাইফেলসের মাল্টি পারপাস হলে। দশটা থেকে ওই হলঘরে মশালকেন্দ্রীক অনুষ্ঠান রয়েছে। বেলা বারোটা থেকে হবে অস্ত্রশস্ত্রের প্রদর্শনী।