Barak UpdatesHappeningsBreaking News
স্টেশনের নাম পরিবর্তন ও ভাষা শহিদদের স্বীকৃতির দাবিতে শিলচর স্টেশনে শুরু অনশন
ওয়ে টু বরাক, ১১ ফেব্রুয়ারি ঃ একাদশ শহিদের রক্তে রাঙা শিলচর রেলওয়ে স্টেশনকে ভাষা শহিদ স্টেশন শিলচর নামকরণ এবং ভাষা শহিদদের সরকারি স্বীকৃতির দাবিতে রবিবার সকাল থেকে ২৪ ঘণ্টার অনশন কার্যসূচি শুরু করেছে বাঙালি নবনির্মাণ সেনা। এ দিন শিলচর স্টেশন চত্বরে বাঙালি নবনির্মাণ সেনা এই অনশনের ডাক দিলেও এতে শামিল হয় বিভিন্ন সংস্থা ও সংগঠন। বিশেষ করে ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি, শিলচর এবং আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের শিলচর শাখা এই অনশনে সমর্থন জানায়। এছাড়াও প্রচুর সংখ্যায় মহিলারা এই আন্দোলনে শামিল হন।
এ দিন অনশন কর্মসূচিতে অংশ নেওয়া বাঙালি নবনির্মাণ সেনার পক্ষে বলা হয়, শিলচর রেল স্টেশনের নাম ভাষা শহিদ স্টেশন শিলচর করার পক্ষে রাজনৈতিক নেতারা বিভিন্ন সময়ে সমর্থন জানিয়েছেন। কিন্তু ব্যক্তিগতভাবে তাঁরা এগিয়ে এলেও দলের হয়ে বা সরকারের হয়ে কোনও পদক্ষেপ নেননি। তাঁদের সাফ কথা, আগামী লোকসভা নির্বাচনের আগে এই দাবি পূরণ করতে হবে। অন্যথায় আরও জোরদার আন্দোলন শুরু হবে।