India & World UpdatesHappeningsBreaking News
স্কুলে জিন্স পরায় ৫ শিক্ষককে শো-কজ নোটিশ
৩ ফেব্রুয়ারি : স্কুলে জিন্স পরে আসার জন্য ৫ শিক্ষককে কর্তৃপক্ষের রক্তচক্ষুর মুখে পড়তে হয়েছে। এদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। মহারাষ্ট্র্বের আদিবাসী জেলা পালঘরে এ ঘটনাটি ঘটেছে। বিক্রমগড় তহশিল শিক্ষা বিভাগ এদের এই নোটিশ ধরিয়েছে।
এতে বলা হয়েছে, শিক্ষকদের শালীনতা বজায় রেখে ভাল কাপড় পরে স্কুলে আসা সরকারি নিয়ম। কিন্তু তারা তা করেননি। এ অবস্থায় তাদের আগামী দুদিনের মধ্যে তাদের স্কুলে এসে নোটিশের জবাব দিতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মহারাষ্ট্র সরকার সরকারি আধিকারিক ও কর্মচারীদের জন্য একটা ড্রেস কোড নির্ধারণ করে দিয়েছে। এই ড্রেস কোড অনুযায়ী এখন সরকারি কার্যালয়ে জিন্স পরা বারণ। কর্তব্য চলাকালীন সময়ে কোথায়, কখন কী কাপড় পরতে হবে সে ব্যাপারে কিছুদিন আগে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। উল্লেখ্য, কিছুদিন আগে যখন সরকার এই নিয়ম জারি করেছিল, তখন এ ব্যাপারে প্রচুর সমালোচনা হয়েছে। এই নিয়মের উদ্দেশ্য হিসেবে বলা হয়েছিল, সরকারি কর্মচারীদের প্রতি জনগণের মনোভাব পরিবর্তন করা।