NE UpdatesAnalyticsBreaking News

সোমবার থেকে আসামে উচ্চ মাধ্যমিক, পরীক্ষা হবে ৮৭৭ কেন্দ্রে

গুয়াহাটি, ১১ ফেব্রুয়ারি : রাত ফুরোলেই রাজ্যে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষার জন্য ইতিমধ্যেই অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদ প্রস্তুত। অর্থাৎ ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পর্বের পরীক্ষা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তথ্য অনুযায়ী, রাজ্যে মোট ৮৭৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই কেন্দ্রগুলোতে পরীক্ষায় বসবে ২ লক্ষ ৮০ হাজার ২১৬ জন পরীক্ষার্থী। কলা বিজ্ঞান ও বাণিজ্য এই তিনটি শাখা মিলিয়েই পরীক্ষার্থীর এই সংখ্যা। শিক্ষা সংসদের তথ্য অনুযায়ী এই পরীক্ষায় ছাত্রীর সংখ্যা ১ লক্ষ ৪২ হাজার ৭৩২ এবং ছাত্র সংখ্যা ১ লক্ষ ৩৭ হাজার ৪৮৪ জন।

Rananuj

আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পুলক পাটগিরি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এবার অনলাইনযোগে পরীক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করা হবে। তাছাড়া পরীক্ষার উত্তরপত্র নিরীক্ষণের জন্য যে ইনভিজিলেটর রাখা হয়েছে, তারা পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর শিক্ষা সংসদে অনলাইনে পাঠাবেন। এজন্য পরীক্ষা কেন্দ্রগুলোতে ইন্টারনেটের যাবতীয় ব্যবস্থা করে দেওয়া হয়েছে। মোবাইল কোম্পানি এয়ারটেলের সঙ্গে শিক্ষা সংসদ এ ব্যাপারে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে বলে জানা গেছে।

এদিকে পরীক্ষার বিষয়ে ইতিমধ্যে শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্রে তিন ঘণ্টার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে জানান সচিব পুলক পাটগিরি। তিনি জানান, অনলাইন ব্যবস্থার মাধ্যমে এ বছর গতবারের তুলনায় শীঘ্রই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। পরীক্ষার যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই সম্পূর্ণ বলে উল্লেখ করেন তিনি। প্রসঙ্গত ১২ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা চলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker