NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

সোনাপুরে ধস, সুড়ঙ্গে কাদামাটি, সাবধানে গাড়ি চালাতে নির্দেশ

ওয়েটুবরাক, ৩০ জুন : ফের ধস নামল সোনাপুর সড়কে৷ বৃহস্পতিবার দুপুরে পাহাড় থেকে জল-মাটি জাতীয় সড়কের উপর দিয়ে বয়ে যায়৷ স্তব্ধ হয়ে পড়ে গুয়াহাটি-শিলচর যান চলাচল৷ প্রশাসনের তরকে ধস সরাতে তৎপরতা চললেও সংবাদ লেখা পর্যন্ত রাস্তা খুলে দেওয়া সম্ভব হয়নি৷ মেঘালয় পুলিশ জানিয়েছে, রাস্তা খোলার পর ধীরগতিতে, শৃঙ্খলাবদ্ধ ভাবে ওই এলাকায় যানবাহন চালাতে হবে। কারণ সুড়ঙ্গের ভিতরেও কাদামাটি পড়ে রয়েছে। নইলে যে কোনও সময় দুর্ঘটনায় পড়তে হতে পারে৷ বিভাগীয় তরফে সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত ঝুঁকি নিয়ে কাউকে সুড়ঙ্গ না পেরোতেও সতর্ক করে দেওয়া হয়েছে৷ ২৪ ঘণ্টার অতিবৃষ্টিতে ধসস্রোতের দরুন মেঘালয়ের সোনাপুরে আটকা পড়েছেন করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব ও এএসটিসির চেয়ারম্যান মিশনরঞ্জন দাস৷

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker