Barak UpdatesHappeningsBreaking News
সুস্মিতার অব্যবহৃত টাকাই খরচ করছেন রাজদীপ
২৩ মে: ২০১৯ সালের ২৩ মে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছিল৷ লোকসভার সদস্য হিসাবে শপথগ্রহণ কিছুদিন পরে হলেও কার্যত ফল প্রকাশের দিনেই শিলচরের সাংসদ হয়ে যান ডা. রাজদীপ রায়৷ গত এক বছরে কী করলেন তিনি, শনিবার সাংবাদিকদের ডেকে এরই বিবরণ দেন৷ সাংসদ এলাকা উন্নয়ন তহবিল প্রসঙ্গে ডা. রায় জানান, নতুন তহবিলে এখনও হাত দিতে হয়নি৷ আগের সাংসদ সুস্মিতা দেব তাঁর সময়কালের ৩ কোটি ৭০ লক্ষ টাকা খরচ করতে পারেননি৷ রাজদীপবাবু এর ১ কোটি ২০ লক্ষ টাকা এরই মধ্যে খরচ করেছেন৷ বাকি আড়াই কোটি টাকারও কাজ চলছে৷ সেগুলি শেষ হলেই ইউটিলাইজেশন সার্টিফিকেট পাঠানো হবে৷ এর পর তাঁর নিজের তহবিল খরচের অনুমোদন মিলবে৷
সুস্মিতা দেবের আমলের টাকা হলেও এগুলো যে আগের প্রস্তাবে নয়, তাঁর নিজের পরিকল্পনা মত খরচ করছেন, রাখঢাক না করেই জানান তিনি৷ তাঁর সময়ে করোনা অতিমারীর জন্য টাকার পরিমাণ কমে গিয়েছে, এর উল্লেখ করে ডা. রায় বলেন, প্রথম তিন বছরের ১৫ কোটি টাকার মধ্যে সাড়ে ১১ কোটি টাকাই চলে যাবে কোভিট সংক্রান্ত কাজকর্মের জন্য৷ এই টাকা কেন্দ্রীয়ভাবে খরচ করা হবে৷ বাকি সাড়ে ৩ কোটি টাকা তিনি খরচ করবেন৷ সে দিক থেকে প্রাক্তন সাংসদের অব্যবহৃত অর্থে বর্তমান সাংসদের উপকারই হল৷
সুস্মিতা দেবের তহবিল ব্যয় করতে না পারাকে তিনি কীভাবে দেখেন, এই প্রশ্নে রাজদীপ রায় একেবারেই এক বাক্যে জবাব দেন৷ বলেন, ‘এর জবাব ভোটাররাই দিয়েছেন৷’