Barak UpdatesHappenings
সুদর্শন গুপ্তের স্মরণে জগন্নাথ সিং কলেজে শোকসভা
ওয়ে টু বরাক, ১৯ জানুয়ারি : রাধামাধব কলেজের ইতিহাস বিভাগের প্রধান, সমাজকর্মী তথা শিক্ষক নেতা সুদর্শন গুপ্তের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করল উধারবন্দ জগন্নাথ সিং কলেজ পরিবার। বুধবার কলেজের অধ্যক্ষ ড. এস. সমরেন্দ্র সিংহের পৌরোহিত্যে কলেজের শিক্ষক, অশিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের নিয়ে এক শোক সভা আয়োজিত হয়। শুরুতে প্রয়াত সুদর্শন গুপ্তের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সদস্যরা।
শোকসভায় প্রয়াত সুদর্শন গুপ্তের কর্মজীবনের নানা দিক নিয়ে বক্তব্য রাখেন জগন্নাথ সিং কলেজের ইতিহাস বিভাগের প্রধান ড. গঙ্গেশ ভট্টাচার্য, সহকারী অধ্যাপক ড.শ্যাম মামুদ বড়ভুইয়া, ড.স্বপন দাস প্রমুখ। সুদর্শন গুপ্তের অকাল প্রয়াণে বরাক উপত্যাকার কলেজ শিক্ষক সমাজ ও উচ্চশিক্ষার অপূরণীয় ক্ষতি হয়েছে বলে বক্তারা মত ব্যক্ত করেন।
তারা বলেন, সদা হাস্যময় সুদর্শন ছিলেন কর্মতৎপর। শুধু শিক্ষকতাই নয়, শিক্ষক সংগঠনের নেতৃত্ব দেওয়া, সাংবাদিকতা ও সামাজিক কাজে তাঁর বিরাট অবদান ছিল। তাঁর কাজের পরিধিও ছিল ব্যাপক। শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে মুশকিল আসান ছিলেন সুদর্শন গুপ্ত। মুহূর্তের মধ্যেই সবাইকে আপন করার দক্ষতা ছিল তাঁর।
সুদর্শন গুপ্তের অক্লান্ত কর্ম প্রচেষ্টায় অসম কলেজ শিক্ষক সংস্থার কাছাড় জেলা কমিটি এক বিশেষ উচ্চতায় পৌছেছে। অসাধারণ প্রতিভার অধিকারী সুদর্শন ছিলেন প্রতিটি ক্ষেত্রেই সফল ব্যক্তি। কিন্তু মাত্র ৪৯ বছর বয়সেই তিনি না ফেরার দেশে পাড়ি দেওয়ায় গভীর আক্ষেপ ব্যক্ত করেন বক্তারা।
শোক সভার শেষে প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয় ও শোক সন্তপ্ত পরিবরের প্রতি সমবেদনা সহ পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন শোক সভায় উপস্থিত শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীরা।