NE UpdatesHappeningsBreaking News
ডিমা হাসাওয়ে গিয়ে কংগ্রেসকে ঠুকলেন সুস্মিতা
ওয়েটুবরাক, ৬ জানুয়ারিঃ ইন্ডিয়া জোটের দুই শরিক হলেও ডিমা হাসাওয়ে নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধেই সমালোচনায় মুখর হলেন তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব। অসমে লোকসভা নির্বাচনের আসন ভাগ নিয়ে দুই দলে নিয়মিত বৈঠক হলেও উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ নির্বাচনে উভয় দল পৃথক ভাবে প্রতিদ্বন্ধিতা করছে। শনিবার সরব প্রচারের শেষদিনে প্রাক্তন সাসদ সুস্মিতা বলেন, কংগ্রেস বিজেপির সঙ্গে বোঝাবুঝি করে চলছে। তাদের দুর্বল অবস্থানের জন্যই বিরোধী জোট শক্তিশালী হতে পারছে না। সঙ্গে এরা নিজেরাও নিশ্চিহ্ন হচ্ছে। তিনি কংগ্রেস নেতৃত্বকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেন।
বিজেপির বিরুদ্ধে ‘বিভাজনের রাজনীতি’র অভিযোগ এনে সুস্মিতা বলেন, মণিপুরে এরা বিভাজনের রাজনীতি করায় হাজার হাজার মানুষকে ঘরছাড়া হতে হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তাদের হাতে ফের পরিষদের ক্ষমতা দিলে ডিমা হাসাওয়েও এমনটাও হতে পারে বলে তিনি ভোটারদের সতর্ক করে দেন।
আগামী আট জানুয়ারি ২৮ আসনের পরিষদের ভোটগ্রহণ। বিজেপি ছয়টি আসনে বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী হয়েছে।