Barak UpdatesHappeningsBreaking News
সিভিল সার্ভিস কোচিং সেন্টার চালু হোক বরাকের কলেজ-বিশ্ববিদ্যালয়ে, দাবি
ওয়েটুবরাক, ৬ জুন : আসাম বিশ্ববিদ্যালয় এবং বরাকের কলেজগুলিতে সিভিল সার্ভিস কোচিং সেন্টার চালুর দাবি জানিয়েছে থাউজেন্ড সায়ন্তন৷ তারা উপাচার্য রাজীবমোহন পন্থকে ই-মেমোরেন্ডাম পাঠিয়ে এ ব্যাপারে উদ্যোগ গ্রহণের আর্জি জানান৷ বলেন, শিলচর সহ বরাক উপত্যকায় উচ্চ মেধাসম্পন্ন অনেক যুবক-যুবতী রয়েছেন৷ স্থানীয় স্তরে সিভিল সার্ভিস কোচিং সেন্টারের সুবন্দোবস্ত না থাকায় তাঁরা ভবিষ্যৎ আইএএস, আইপিএস, এসিএস, এপিএস, আইএফএস ইত্যাদি হবার সুযোগ থেকে বঞ্চিত থেকে যাচ্ছেন।
সোমবার থাউজেন্ড সায়ন্তন-এর পক্ষ থেকে সৌমিত্র শঙ্কর চৌধুরী ই-মেলে পাঠানো স্মারকপত্রে বলেন, বিশ্ববিদ্যালয় ছাড়াও উপত্যকায় প্রচুর সরকারি-বেসরকারি কলেজ রয়েছে৷ ডিগ্রি এবং পোস্ট ডিগ্রি ক্লাসের সঙ্গে সেগুলিতে ইন্টিগ্রেটেড কোচিং-এর ব্যবস্থা করা হোক।