Barak UpdatesHappeningsBreaking News
বৃহস্পতিবার শিলচর এনআইটির সমাবর্তন, দীক্ষান্ত ভাষণ দেবেন মন্ত্রী বিমল বরা
ওয়েটুবরাক, ৩১ অক্টোবরঃ আগামী বৃহস্পতিবার শিলচর এনআইটিতে একুশতম সমাবর্তন অনুষ্ঠিত হবে। সেদিন বেলা আড়াইটায় স্পোর্টস কমপ্লেক্স স্থিত অডিটরিয়ামে মর্যাদাসম্পন্ন এই বিশেষ কর্মসূচি শুরু হবে। এই বছরের সমাবর্তনে ৮৩০ জন বিটেক, ১৭৯ জন এমটেক, ৫৮ জন এমএসসি, ৫০ জন এমবিএ এবং ৯৯ জনকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হবে। থাকবে বিভিন্ন পর্যায়ের স্বর্ণপদক, রৌপ্যপদক প্রদানও। তাঁদের হাতে ডিগ্রি তুলে দিয়ে দীক্ষান্ত ভাষণ দেবেন প্রধান অতিথি, রাজ্যের শিল্প, বাণিজ্য, শিল্পোদ্যোগ এবং সাংস্কৃতিক পরিক্রমা দফতরের মন্ত্রী বিমল বরা। তাঁর সঙ্গে মঞ্চে থাকবেন নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশনস সেন্টারের ডিরেক্টর এসপি আগরওয়াল এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি অব তামিলনাড়ুর প্রাক্তন উপাচার্য পদ্মশ্রী এপি দাশ। শিলচর এনআইটির ডিরেক্টর তথা বোর্ড অব গভর্নরসের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিলীপকুমার বৈদ্য অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন। তিনি সমাবর্তনের শুরুতে স্বাগত বক্তব্য রাখবেন, পেশ করবেন ইনস্টিটিউটের রিপোর্ট।