NE UpdatesHappeningsBreaking News
রাতভর থানার সামনে বিক্ষোভ, রবিবার সকালেই গ্রেফতার তৃণমূলের দেবাংশুরা
৮ আগস্ট : রবিবার সাত সকালেই ত্রিপুরায় গ্রেফতার হলেন যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য ও তাঁর সঙ্গীরা। বিপ্লব দেব সরকারের পুলিশ তাদের মহামারি আইনে গ্রেফতার করেছে। দেবাংশু ছাড়াও গ্রেফতার হয়েছেন জয়া দত্ত, সুদীপ রাহা সহ মোট ১৪ জন।
শনিবার রাতভর খোয়াই থানার সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে তৃণমূল। দেবাংশুদের গাড়িতে হামলার অভিযোগে নিরাপত্তার দাবি জানান ঘাসফুলের নেতা-নেত্রীরা। এরপর সকালেই গ্রেফতার করা হয় তাঁদের। রবিবারই ধৃতদের আদালতে পেশ করা হবে। শনিবার ত্রিপুরার আমবাসার ডুলাবাড়িতে দেবাংশুদের গাড়িতে হামলার অভিযোগ উঠেছিল।
ফেসবুক লাইভ করে দেবাংশু বলেন, তাঁর পিঠে কাঁচ গেঁথে রয়েছে। ওই লাইভেই দেখা যায়, রাস্তায় বসে পড়েছেন সুদীপ রাহা। তাঁরা মাথায় জল দিচ্ছেন টিএমসিপির প্রাক্তন সভানেত্রী জয়া দত্ত। সপ্তাহ খানেক আগেই এই তিন তরুণ নেতানেত্রী ট্রেনে ত্রিপুরা গিয়েছিলেন। তৃণমূলের অভিযোগ, পাহাড়ের উপর থেকে তাঁদের গাড়ি লক্ষ্য করে আধলা ইট, পাথর ছোঁড়ে বিজেপির লোকজন। ভেঙে যায় গাড়ির কাঁচ। দেবাংশুকে দেখা যায়, ফেসবুক লাইভেই তিনি ত্রিপুরা পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ানদের বিরুদ্ধে গর্জে উঠছেন। এরপর গতকাল রাতে খোয়াই থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃণমূল। তার জেরেই সকালে গ্রেফতার।
এ দিকে, তৃণমূল নেতাদের এই গ্রেফতারির পর রবিবার সকালেই আগরতলার পথে রওনা দিয়েছে দলের রাজ্য নেতৃত্ব। ত্রিপুরা যাচ্ছেন কুণাল ঘোষ, ব্রাত্য বসু, দোলা সেন প্রমুখ। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, তৃণমূলের নেতা-নেত্রীরা আগরতলায় গিয়ে পৌছেছেন। আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও ত্রিপুরা যাওয়ার কথা রয়েছে।