Barak UpdatesHappeningsBreaking News
সাতসকালে বিশাল শোভাযাত্রায় পড়ুয়ারাই সাকার করল পরাক্রম দিবস
ওয়ে টু বরাক, ২৩ জানুয়ারি : নেতাজি হারিয়ে যাননি, তিনি তরুণ ও যুবাদের মধ্যে আজও বেঁচে যাচ্ছেন। মঙ্গলবার সকালে নেতাজি জন্মজয়ন্তীতে এক বিশাল র্যালিতে অংশ নিয়ে তারই জানান দিল স্কুল পড়ুয়ারা। এ দিন সকালে অন্যবারের মতোই শিলচর রাঙ্গিরখাড়ি নেতাজি মূর্তির পাদদেশ থেকে এই র্যালি বের করে কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটি। মিছিলের একেবারে সামনে ছিলেন উদযাপন কমিটির কয়েকজন কর্মকর্তা। এরপর সারা রাস্তা জুড়েই নিজেদের স্কুলের পোশাকে ব্যান্ডের তালে তালে পা মিলিয়েছে নতুন প্রজন্মের এই নেতাজি প্রেমীরা। তাঁদের সঙ্গে অবশ্য সংশ্লিষ্ট স্কুলের হাতেগোণা কয়েকজন শিক্ষককে দেখা গিয়েছে।
কনকনে ঠাণ্ডার মধ্যেও প্রচুর সংখ্যায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের এই অংশগ্রহণ এক শুভ দিনের বার্তাবাহী। নেতাজির আদর্শ অনুসরণ করে এই খুদে নাগরিকরা আগামীতে সমাজ তথা দেশের হাল ধরবে। একটা কথা উল্লেখ করতেই হয়, বিভিন্ন সভাসমিতিতে বুদ্ধিজীবীদের একাংশ গেল গেল রব তোলেন যে, নতুন প্রজন্ম আমাদের দেশজ সংস্কৃতি থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। সেই ভাবনা একাংশের ক্ষেত্রে সঠিক হলেও বিপরীতে এই খুদে পড়ুয়ারা সমাজের কাছে দৃষ্টান্তস্বরূপ। অন্তত এই বিশাল মিছিলটি সেই আশঙ্কার জায়গাটা যেন অনেকটাই হালকা করে দেয়।