Barak UpdatesHappeningsBreaking News
সাক্ষরতা দিবসে অনুষ্ঠান লায়ন্স ক্লাব শিলচর ভ্যালির
ওয়েটুবরাক, ৯ সেপ্টেম্বর : ‘লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি’ গত বৃহস্পতিবার ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ পালন করেছে। শিলচর সুভাষনগরের ‘অগ্রণী ক্লাব’-এ একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ সেখানে বস্তি ও কাছাকাছি এলাকার শিশুদের নিয়ে সাক্ষরতার উপর আলোচনা করা হয়৷ ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ এবং এর তাৎপর্য সম্পর্কে মত বিনিময় হয়। দরিদ্র শিশুদের বই, খাতা, পেন্সিল, রাবার, স্কেল, পেন্সিল বক্স, রঙ পেন্সিল সেট ইত্যাদি দেওয়া হয়। কিছু শিশুকে অনুষ্ঠানে শিক্ষক হিসাবে কাজ করার সুযোগ দেওয়া হয়েছিল এবং তারা বেশ ভালভাবেই করেছে। এমনকী সেখানে উপস্থিত প্রাপ্তবয়স্ক মহিলাদের স্বাক্ষর করানোর চেষ্টাও হয়েছ৷ এক মহিলা স্বাক্ষর করতে শিখেছেও।
ক্লাব ভ্যালির সভাপতি শঙ্কর ভট্টাচার্য এবং অগ্রণী ক্লাবের সভাপতি শঙ্কর দাস সাধারণ মানুষের মধ্যে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরেন৷ ক্লাব ভ্যালির সম্পাদক সঞ্জীব রায় বলেন, আমাদের ক্লাব তখন সফল হবে যদি আমরা সমাজের শেষ ব্যক্তিকেও শিক্ষিত করতে পারি। অন্যান্য বক্তা ছিলেন কৌশিকী পদ ভট্টাচার্য, শাখী ভট্টাচার্য প্রমুখ। এরপর ক্লাস নিতে আসা মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়। শাড়িগুলি স্পনসর করেছেন মুম্বইয়ের শুভজিৎ মুখার্জি৷ তিনি বন্যার সময়ও ৫০০টি শাড়ি এবং ৫০টি পোর্টেবল ওয়াটার পিউরিফায়ার স্পনসর করেন৷ ক্লাব ভ্যালি সেই অনুযায়ী সব বিতরণও করেছিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্দিতা ত্রিবেদী রায়৷ ধন্যবাদ জ্ঞাপন করেন অগ্রণী ক্লাবের সম্পাদক সুশান্ত রায়।