Barak UpdatesHappeningsBreaking News
মেহেরপুরে একের পর এক প্রকল্প উদ্বোধন করছেন বিধায়ক
২৭ সেপ্টেম্বরঃ চতুর্দশ অর্থ কমিশনের পাঁচ কোটি টাকায় মেহেরপুর পঞ্চায়েতে ১১৭টি প্রকল্পে কাজ চলছে। এর অধিকাংশের কাজ শেষের পথে। একের পর এক ওই সব কাজের উদ্বোধন করছেন বিধায়ক দিলীপকুমার পাল। সেই সব কর্মসূচিতে দিলীপবাবু কংগ্রেসকে তুলোধোনা করছেন। তাঁর বক্তব্য, মেহেরপুরের মানুষ আগে কখনও ভাবতেই পারতেন না, একসঙ্গে পাঁচ কোটি টাকার কাজ হচ্ছে শুধু এক জিপিতে। দিলীপবাবু বলেন, আগে কাজ শুরু হলে শেষ হতো না। ২০ লক্ষ টাকার ৩ লক্ষ টাকার কাজের পর শোনা য়েত, টাকা আসেনি, ফুরিয়ে গিয়েছে ইত্যাদি কথাবার্তা। আর নইলে শুধুই প্রতিশ্রুতি। বিজেপি সরকারকে দুর্নীতির ক্ষেত্রে শূন্য সহনশীল বলে দাবি করে তিনি বলেন, পুলিশের সাব-ইন্সপেক্টর পরীক্ষায় দুর্নীতি টের পেতেই মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন। এরই জেরে ধরা পড়ছে অনেকে।
বেনোজলের মত ঢুকে যে অনেকে বিজেপির ক্ষতি করছে, সে ব্যাপারে তিনি দলীয় কর্মীদের সতর্ক করে দেন। দিলীপবাবু জানান, ১১৭টি প্রকল্পের মধ্যে 63টির কাজ সম্পূর্ণ হয়েছে। বাকিগুলিও শীঘ্র শেষ হবে।