Barak UpdatesHappeningsBreaking News

করোনা উপশমে ৩০০ শয্যার আইসিইউ হবে শিলচরে, ঘোষণা হিমন্তের

২৯ মার্চ: ৩০০ শয্যার আইসিইউ হাসপাতাল হবে শিলচরে৷ সেজন্য জায়গা দেখছেন রাজ্যের স্বাস্থ্য, অর্থ, পূর্ত ও শিক্ষামন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা৷ সঙ্গে বরাকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য৷ প্রাথমিক পর্যায়ে ঘুংঘুর এবং উধারবন্দ দুটি জায়গা নিয়েই বিচারবিবেচনা চলছে৷

রবিবার শিলচরে এসে হিমন্ত তাঁর দুশ্চিন্তা প্রকাশ করেন৷ বলেন, ভাইরাস সংক্রমিত হতে থাকলে অনেককে আইসিইউ-তে রাখতে হবে৷ শিলচর দক্ষিণ অসমের ৪ জেলার কেন্দ্রবিন্দু হলেও সরকারি-বেসরকারি সমস্ত হাসপাতাল মিলিয়ে আইসিইউর সংখ্যা বেশি নয়৷ এই সম্ভাব্য সংকট কাটাতেই সরকার ৩০০ শয্যার হাসপাতাল তৈরি করবে এখানে৷ প্রতিটি ইউনিট হবে আইসিইউ৷ এ ছাড়া, তা শুধুই করোনা আক্রান্তদের জন্য রাখা হবে৷ খুব শীঘ্র এর নির্মাণকাজ শুরু করতে চাইছে সরকার৷ তিনি আজ এখানে সাংবাদিকদের আরও বলেন, আগামী ২ বছরের মধ্যে এর কাজ শেষ করতে হবে৷ ভেন্টিলেশনের সমস্যা নিয়েও উদ্বিগ্ন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী৷ জানান, সারা রাজ্যেই ভেন্টিলেটর কম৷ তাই টাটা এবং মহিন্দ্রা কোম্পানির সঙ্গে এ নিয়ে কথা বলছেন তাঁরা৷

তাঁর কথায়,অসমে সংক্রমণ নেই বলে নিশ্চিত হওয়ার সময় এখনও আসেনি৷ কারণ বাইরে থেকে মানুষ আসা বন্ধ হয়েছে গত ২৪ মার্চ৷ ফলে ১৪ দিনের সতর্কতা হিসেবে ৯ এপ্রিল পর্যন্ত আশঙ্কা থেকেই যায়৷ তাই তিনি গৃহবন্দি থাকার উপর জোর দেন৷

বলেন, করোনা ভাইরাস আচমকা ছড়িয়ে পড়লে কী হবে, তা ভেবেই তিনি চিন্তায়৷ সে জন্যই এত প্রস্তুতি৷ স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ শিলচরের ২২টি বেসরকারি হাসপাতালের সঙ্গে মউ স্বাক্ষর করেন৷ শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালকে পুরোপুরি কোভিট হাসপাতালে পরিণত করা হচ্ছে৷ চোখ, নাক-কান-গলা, চর্মরোগ এবং মানসিক সমস্যা ৪টি বিভাগকে শিলচর সিভিল হাসপাতালে সরানো হয়েছে৷ বাকি বিভাগের রোগীরা যেন জরুরি সময়ে চিকিৎসার অভাবে না ভুগেন, সেজন্যই এই মউ৷ হিমন্ত বলেন, বেসরকারি হাসপাতালে চিকিৎসা হলেও রোগী বা রোগীর পরিবারকে খরচ বইতে হবে না৷ আগামী ২ মাস রাজ্যের স্বাস্থ্য বিভাগই খরচ মেটাবে৷ আয়ুষ্মান ভারত প্রকল্পে চিকিৎসার যে হার নির্ধারিত রয়েছে, এখানে তা-ই কার্যকর হবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker