Barak UpdatesHappeningsBreaking News
সরকারি চাকরি না থাকা পরিবারের প্রার্থীদের নিযুক্তি পরীক্ষায় অতিরিক্ত ১০ নম্বর, ঘোষণা হিমন্তের
ওয়েটুবরাক, 20 এপ্রিলঃ আসামে সরকারি চাকরি না থাকা পরিবারের প্রার্থীরা নিযুক্তি পরীক্ষায় ১০ নম্বর অতিরিক্ত পাবেন ৷ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শনিবার কাছাড় জেলায় আয়োজিত এক নির্বাচনী সভায় এই কথা ঘোষণা করেন। তিনি বলেন, আগে শুধুই মেধার ভিত্তিতে পরীক্ষা গ্রহণের দরুণ এক পরিবারের দুই-তিন জনের চাকরি পাওয়ার ঘটনা ঘটেছে৷ অতিরিক্ত ১০ নম্বর যুক্ত হলে চাকরিপ্রাপ্ত পরিবারের সংখ্যা অনেকটা বেড়ে যাবে বলেই জানান মুখ্যমন্ত্রী৷ তাঁর দাবি, তিনবছরের তাঁর সরকার এক লক্ষ চাকরি দিয়েছে৷ আরও পঞ্চাশ হাজার চাকরি দেওয়া হবে৷
এ দিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার পর থেকেই শিলচরে তৃণমূলকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিজেপি নেতারা। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাও বরাক সফরে এসে প্রতিটি সভায় মমতাকে বিঁধছেন৷ নাগরিকত্ব ইস্যুতে মমতার উদ্বেগে জল ঢেলে হিমন্ত শনিবার আশ্বস্ত করেন, ফলাফল ঘোষণার ছয় মাসের মধ্যে নাগরিকত্ব, ডি ভোটার ইত্যাদি সমস্যার সমাধান করবেন। এমনকি আধার সমস্যাও মিটিয়ে দেবেন বলে ঘোষণা করেন৷ তাঁর কথায়, ছয় মাস পর আর বাঙালি হিন্দুদের হয়রানির শিকার হতে হবে না৷