India & World UpdatesHappeningsBreaking News
সংক্রমণ ক্ষমতা বাড়িয়ে আসছে ওমিক্রনের নতুন সংস্করণ
ওয়েটুবরাক, ২ ফেব্রুয়ারি : দ্বিগুণ সংক্রমণ ক্ষমতায় আসছে ওমিক্রনের নতুন সংস্করণ। আগে যদি কেউ মৃদু উপসর্গ নিয়ে ওমিক্রনে আক্রান্ত হয়ে থাকেন, তা হলেও যে তিনি নিস্তার পেয়ে যাবেন, এমন কোনও নিশ্চয়তা নেই। কারণ, তাঁর শরীরে ভবিষ্যতে সংক্রমণ এড়ানোর মতো যথেষ্ট অ্যান্টিবডি না থাকারই সম্ভাবনা । ফলে ফের আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকছেই। ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়ার এক নতুন গবেষণায় উঠে এসেছে এই উদ্বেগজনক তথ্য।
যদিও অনলাইনে প্রকাশিত এই গবেষণার পর্যালোচনা বাকি, তবু এতে গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞেরা।