NE UpdatesAnalyticsBreaking News
শেষ দিনেও আবেদনপত্র জমা দিতে আসেননি গৌরব-প্রদ্যোত, সময় বাড়ল ৩ দিন
গুয়াহাটি, ১৯ ডিসেম্বর ঃ কংগ্রেসের মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে দলীয়ভাবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল মঙ্গলবার। কিন্তু এ দিনও দলের দুই প্রভাবশালী নেতা তাঁদের আবেদনপত্র জমা দেননি। সাংসদ গৌরব গগৈকে এ দিনও আবেদনপত্র নিয়ে রাজীব ভবনে হাজির হতে দেখা যায়নি। সম্ভবত সে কারণেই আবেদনপত্র জমা দেওয়ার সময় আরও ৩ দিন বাড়ানো হলো।
এ দিন নগাঁও লোকসভা কেন্দ্রের জন্য রকিবুল হোসেন আবেদনপত্র জমা দেন। এরপরই প্রদ্যোত বরদলৈর ব্যাপারেও চর্চা হয়। কিন্তু তাঁকেও এ দিন রাজীব ভবনে আসতে দেখা যায়নি। জানা গেছে, সংসদের অধিবেশন চলতে থাকায় এই দুই সাংসদ ১৯ ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে পারেননি। শেষ দিনে আবেদনপত্র জমা দেন কংগ্রেসে যোগ দেওয়া প্রাক্তন আসু নেতা তথা বিপিএফ-এর প্রাক্তন সাধারণ সম্পাদক প্রবীণ বড়ো। তিনি দরং-ওদালগুড়ি কেন্দ্রের জন্য প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছে প্রকাশ করেছেন।