Barak UpdatesHappeningsBreaking News

শেষপ্রান্তে করিমগঞ্জে মালা পরতে চলেছেন কৃপানাথই

ওয়েটুবরাক, ৪ জুন: ডিলিমিটেশনে করিমগঞ্জ সংরক্ষণমুক্ত হওয়ার পরই সকলের নজর নিবদ্ধ হয় আন্তর্জাতিক সীমান্তবর্তী এই আসনের প্রতি৷ প্রার্থী বাছাই থেকে ভোটের হার, সব কিছুতেই করিমগঞ্জ ছিল আকর্ষণের কেন্দ্রে৷ মঙ্গলবার ভোটগণনার দিনেও এর ব্যতিক্রম হয়নি৷ কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ও বিজেপির কৃপানাথ মালার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে সারাদিন৷ অধিকাংশ সময় করিমগঞ্জ আসনের এ বার নতুন সাংসদ পাওয়ারই সম্ভাবনা ছিল৷ কিন্তু শেষমুহূর্তের খেলায় বাজিমাত করতে চলেছেন পুরনো সাংসদ মালা৷ এই সময়ে তিনি ১১১৭০ ভোটে এগিয়ে রয়েছেন৷ তবে এখনই ফলাফল চূড়ান্ত হওয়ার মতো সময় আসেনি৷ ফলে করিমগঞ্জের প্রতিনিধিত্ব কে করবেন, তা অনিশ্চিতই৷

Rananuj

মালা এ পর্যন্ত পেয়েছেন ৩২১৫৫০ ভোট৷ হাফিজ চৌধুরীর ঝুলিতে গিয়েছে ৩১০৩৮০ ভোট৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker