Barak UpdatesHappeningsBreaking News
শিশু দিবসে খুদে পড়ুয়াদের সঙ্গে মত বিনিময় বিধায়ক দীপায়নের
ওয়ে টু বরাক, ১৪ নভেম্বর : সোমবার শিশু দিবসে পড়ুয়াদের সঙ্গে মতবিনিময় করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এ দিন সকালে তারাপুরের নিত্যময়ী পাঠশালায় যান বিধায়ক। নানা বিষয়ের ওপর মত বিনিময় করেন ছাত্রছাত্রীদের সঙ্গে। স্কুল কর্তৃপক্ষও দিনটি পালনে নানা কার্যসূচি হাতে নেওয়া হয়।
এ দিন স্কুলে অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বেশ কিছু সময় উপস্থিত থেকে স্কুলের কচিকাঁচা পড়ুয়াদের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। এরপর তিনি ছাত্রছাত্রীদের মধ্যে চকোলেট ও বিস্কুট বিতরণ করেন। দিনটির তাৎপর্য নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখতে গিয়ে পড়ুয়াদের মনোযোগ সহকারে অধ্যয়ন করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পরামর্শ দেন বিধায়ক।
প্রধান শিক্ষক সহ অন্য শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশে তিনি বলেন, যেভাবে নিজের বাড়িঘরকে যত্ন সহকারে আমরা ঠিক রাখি, সেভাবে স্কুলকেও একটি বাড়ির মতো সুন্দর রাখার দায়িত্ব আমাদের। বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকার শিক্ষাক্ষেত্রকে উন্নতিকরণের যে প্রচেষ্টা করে যাচ্ছে সেটাকে সফল করতে সকলের সহযোগিতা চান তিনি। স্কুলের পরিকাঠামোগত উন্নতিতে সবরকম সহযোগিতা করারও আশ্বাস দেন বিধায়ক।
অনুষ্ঠান শুরু হওয়ার আগে উত্তরীয় পরিয়ে বিধায়ককে স্বাগত জানান স্কুলের প্রধান শিক্ষক পিন্টু দেবনাথ। উপস্থিত ছিলেন স্কুলের অন্য শিক্ষক-শিক্ষিকা সহ অভিভাবকরা। এছাড়াও বিধায়কের সঙ্গে এ দিন উপস্থিত ছিলেন তাঁর শিক্ষা বিভাগের প্রতিনিধি শতদল ভট্টাচার্য, পুর প্রতিনিধি দেবাশিস সোম, পূর্ত বিভাগের প্রতিনিধি হীরক চৌধুরী প্রমুখ।