Barak UpdatesHappeningsBreaking News
শিলচর শিবালিক পার্কে শহিদ স্মরণ ও রক্তদান
১৯ মে : ভাষা শহিদ দিবস উপলক্ষে শিবালিক পার্ক ডেভেলপমেন্ট কমিটি স্থানীয় দুর্গামণ্ডপে সংক্ষিপ্তভাবে অমর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। লকডাউনের ফলে সরকারি বিধিনিষেধের প্রতি নজর রেখে এলাকার নাগরিকরা প্রাসঙ্গিক বক্তব্য, কবিতা ও সঙ্গীতের মাধ্যমে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। এঁদের মধ্যে ছিলেন ওমকারনাথ রায়, রাহুল দাশগুপ্ত, প্রসেনজিৎ রায়চৌধুরী, দেবযানী ভট্টাচার্য, অধিষ্ঠিতা শর্মা এবং অবন্তিকা দেবরায় ।
এই পুণ্যদিনকে স্মরণীয় করার উদ্দেশ্যে একটি রক্তদান শিবিরও আয়োজন করা হয়। শিলচর মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাংক এই শিবির থেকে ১২ ইউনিট রক্ত সংগ্রহ করে। শুরুতে ব্লাড ব্যাংকের ভারপ্রাপ্ত চিকিতসক রাজীব বিশ্বাস কোভিড-১৯ সম্পর্কে আলোচনা করেন এবং এই সংকটের সময়ে এমন একটি শিবির আয়োজন করার জন্য কমিটিকে ধন্যবাদ জানান। শেষে কমিটির পক্ষ থেকে সভাপতি সুদীপ্ত দেবরায় ব্লাড ব্যাংক তথা দুর্গামণ্ডপ কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কমিটির সম্পাদক ড. দেবাশিস পাল।