Barak UpdatesHappeningsBreaking News
শিলচর রাঙ্গিরখাড়িতে লরির ধাক্কায় ঘটনাস্থলেই হত যুবক, সড়ক অবরোধ
ওয়ে টু বরাক, ২৮ আগস্ট : সাত সকালেই এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হল শিলচর। পণ্যবাহী লরির ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারালেন এক যুবক। হত যুবক কিংলঙ গেংমাই শহরের গোপালগঞ্জ এলাকার নাগাপট্টির বাসিন্দা। সোমবার সকাল ৮টা নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। এর পরই উত্তেজিত জনতা রাঙ্গিরখাড়িতে পথ অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ম্যাজিস্ট্রেটকে মাঠে নামতে হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে, কিংলঙ গেংমাই সকালে বাড়ি থেকে সাইকেলে চেপে শিলচর এনআইটিতে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন। রাঙ্গিরখাড়ি নেতাজি স্ট্যাচুতে আসার পর আইজলগামী একটি পণ্যবাহী লরি তাঁকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর সাইকেলটিও দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পরই সেখানে স্থানীয় মানুষ ভিড় জমান। মৃতদেহ রাস্তায় রেখে কড়া ভাষায় প্রতিবাদ জানাতে থাকেন মানুষ।
খবর পেয়ে ছুটে আসেন মৃত যুবকের পরিবারের সদস্য ও আশপাশ এলাকার মানুষ। বহু নাগা মহিলাকেও সেখানে ছুটে আসতে দেখা যায়। এরপরই উত্তেজিত জনতার একাংশ সড়ক অবরোধ করেন। কয়েকজনকে ঘাতক লরিতে ভাঙচুর চালাতেও দেখা যায়। জনতার অভিযোগ থেকে ট্রাফিক পুলিশও বাদ যায়নি। তাঁদের কথায়, নো এন্ট্রি থাকার সময়ও এই পণ্যবাহী লরিগুলো দিব্যি শহরের ওপর দিয়ে চলতে থাকে। পুলিশ সব দেখেও না দেখার ভান করে। অথচ সোনাই রোডে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে। গাড়ি চালকদের বেপরোয়া চালনায় যেমন এই সড়কে দুর্ঘটনা লেগে থাকে, তেমনি প্রায় প্রতিদিন যানজটের কবলে পড়ে এই সড়ক।
অন্যদিকে, অবরোধস্থল থেকে মৃতের পরিবারকে আর্থিক সাহায্য ও পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার দাবি উঠেছে। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।