Barak UpdatesHappeningsBreaking News

শিলচর কলেজ অফ এডুকেশনে জাতীয় ভোটার দিবস

২৫ জানুয়ারি: শিলচর কলেজ অফ এডুকেশনে সোমবার একাদশ জাতীয় ভোটার দিবস পালন করা হয়৷ এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা৷ তাতে পৌরোহিত্য করেন অধ্যক্ষা ড. মৌমিতা পাল৷ নতুন ভোটাধিকার প্রাপ্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভোটদানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন প্রবক্তা ইন্দ্রাণী ভট্টাচার্য, দেবপ্রিয়া চক্রবর্তী, ইন্দ্রাক্ষী ভট্টাচার্য প্রমুখ৷

Rananuj

গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার লক্ষ্যে ভোটদানের প্রতি আগ্রহ বাড়াতে ছাত্র-ছাত্রীদের এগিয়ে আসার আহ্বান জানান কলেজের শিক্ষক-শিক্ষিকারা ৷ এখন থেকে ভোটার আইডি কার্ড ডিজিটাল হওয়ার কথা তুলে ধরে তারা জানান, ভোটাররা চাইলে এবার বাড়িতে বসেই ফোন নম্বর দিয়ে ভোটার কার্ডের ডিজিটাল সংস্করণ ডাউনলোড করতে পারবেন৷

জাতীয় ভোটার দিবস এর বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেন তাঁরা৷ জানান, প্রতি বছর ২৫ জানুয়ারি তারিখটি জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়৷ ২০১১ সালের ২৫ জানুয়ারি ভারতের নির্বাচন কমিশনের ৬১-তম প্রতিষ্ঠা দিবসে  তদানীন্তন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল এই দিবসের আনুষ্ঠানিক সূচনা করেন ৷ মূলত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটারদের অংশগ্রহণকে আরও ত্বরান্বিত করার উদ্দেশ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এই দিবসটি পালন করা হয়৷ বিশেষ করে, প্রথমবারের মতো ভোটাধিকার অর্জন করা কলেজের ছাত্র-ছাত্রীদের ভোটদানের প্রতি আগ্রহ বাড়াতে বিভিন্ন কলেজেও জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত হয় নানা অনুষ্ঠান৷ শিলচর কলেজ অফ এডুকেশনেও জাতীয় ভোটার দিবস মর্যাদার সঙ্গে পালিত হয়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker