Barak UpdatesHappeningsBreaking News
শিলচর এনআইটিতে বিজ্ঞান দিবসে অংশ নিল স্কুল পড়ুয়ারাও
ওয়ে টু বরাক, ২৮ ফেব্রুয়ারি : শিলচর এনআইটিতে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে মঙ্গলবার জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন করা হয়। শিলচর এনআইটির ডিপার্টমেন্ট অব কেমেস্ট্রি, ডিপার্টমেন্ট অব ফিজিক্স, ডিপার্টমেন্ট অব হিউমিনেটিস এর উদ্যোগে এবং এনআইটি শিলচরের ইনস্টিটিউট অব ইনোভেশন কাউন্সিল এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ইনোভেশন সেলের সহযোগিতায় আয়োজিত হয় জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান। বিশিষ্ট বিজ্ঞানী সিভি রমন ১৯২৮ সালের ২৮ ফেব্রুয়ারি রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন। এই আবিষ্কারের জন্য ১৯৩০ সালে সিভি রমনকে নোবেল পুরস্কার প্রদান করা হয়।
সিভি রমনের প্রতি শ্রদ্ধা জানাতে ১৯৮৭ সাল থেকে জাতীয় বিজ্ঞান দিবস পালন শুরু হয়। প্রতিবছর ২৮ ফেব্রুয়ারি দেশজুড়ে জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন করা হয়। এরই অঙ্গ হিসাবে মঙ্গলবার শিলচর এনআইটিতেও আয়োজিত হয় জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান।
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথি মিজোরাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিবাকর তিওয়ারি, এনআইটি শিলচরের ভারপ্রাপ্ত সঞ্চালক অধ্যাপক রজত গুপ্ত, অধ্যাপক এনবি দেব চৌধুরী সহ বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানে এনআইটি শিলচরের বিভিন্ন বিভাগের পড়ুয়াদের পাশাপাশি আশপাশ এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও অংশগ্রহণ করে।
বিজ্ঞান দিবসের তাৎপর্য তুলে ধরেন বিভিন্ন বক্তা। সমাজের উন্নয়নে বিজ্ঞানের প্রভাবের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। স্কিল ডেভেলপমেন্ট এর মাধ্যমে জনগণকে কিভাবে স্বাবলম্বী করা সম্ভব সে সম্পর্কেও বক্তব্য রাখেন তারা। গবেষণার মাধ্যমে নতুন নতুন তথ্য অনুসন্ধান করে তা কিভাবে সমাজের উন্নয়নে কাজে লাগানো যায় এ নিয়ে লাগাতার চর্চা চলছে বলে জানান বক্তারা।
যুব সমাজকে এগিয়ে নিয়ে যেতে বিজ্ঞানের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তারা। পরে বিভিন্ন বিদ্যালয় থেকে আসা পড়ুয়ারা এনআইটির বিভিন্ন ল্যাবরেটরি পরিদর্শন করে। ল্যাবরেটরিতে পরীক্ষামূলক গবেষণার জন্য থাকা বিভিন্ন যন্ত্রপাতি সম্পর্কে ওয়াকিবহাল হয় ছাত্রছাত্রীরা।