Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে শয্যাশায়ী ব্যক্তিদের ভ্যাকসিন দিতে ৮টি মোবাইল টিম
ওয়েটুবরাক, ২৭ নভেম্বর : আজ শনিবার শিলচর শহরে আটটি মোবাইল টিমের মাধ্যমে কোভিড ভ্যাকসিন দেওয়া হচ্ছে। শহরের শয্যাশায়ী ব্যক্তিদের জন্য ওয়ার্ড ভিত্তিক এই আট টিম গঠন করা হয়েছে। ২২ এবং ২৩ নম্বর ওয়ার্ডে মোবাইল টিম এ, মোবাইল টিম বি ১৫ ও ৫ নম্বর ওয়ার্ডে, টিম সি ২৭ নম্বর ওয়ার্ডে, টিম ডি ৩, ২৪ এবং ২৮ নম্বর ওয়ার্ডে, টিম ই ১, ২, ৩ এবং ১১ নম্বর ওয়ার্ডে, টিম এফ ২৬ এবং ১৯ নম্বর ওয়ার্ডে, টিম জি ১৭ নম্বর ওয়ার্ডে এবং টিম এইচ ১৬ নম্বর ওয়ার্ডে শয্যাশায়ী ব্যক্তিদের জন্য শনিবার কাজ করছে।
এ ছাড়া, কোভিড টিকা দেওয়া হবে শহরের তিনটি কেন্দ্রে৷ কেন্দ্রগুলি হল দুর্গাশংকর পাঠশালা , সতীন্দ্র মোহন দেব সিভিল হাসপাতাল এবং ট্রাঙ্ক রোডের সঞ্জীবনী কেন্দ্র।
শহরের আরবান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিপরীতে থাকা সঞ্জীবনী ১০৪ কার্যালয়েও প্রথম এবং দ্বিতীয় কো -ভ্যাকসিন ডোজ দেওয়া হবে ।