NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
শিলচরে বন্যার্তদের সাহায্যে আগরতলা এনআইটি-র প্রাক্তনীরা
ওয়েটুবরাক, ১৭ জুলাই : শিলচরে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এলো আগরতলা এনআইটি-র ১৯৮৯ সালের প্রাক্তনী দল। শিলচর তথা সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের বিশিষ্ট কারিগরি বিশেষজ্ঞ সৌগত সোমের একান্ত প্রচেষ্টায় আজ (রবিবার) শিলচর প্রথম লিংক রোডের ২নং গলিতে বন্যাক্রান্তদের এক সহায়তা শিবির অনুষ্ঠিত হয়। এদিন অর্ধ শতাধিক ক্ষতিগ্রস্তের হাতে বিছানা সহ অন্যান্য শয্যা সামগ্রী, জীবাণুনাশক প্রভৃতি প্রদান করা হয়।
প্রসঙ্গত, সাম্প্রতিক প্রলয়ঙ্করী বন্যায় শিলচর তথা পার্শ্ববর্তী এলাকার জনসাধারণ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত । এই দুঃসময়ে সৌগত সোম এবং বিশিষ্ট বাস্তুকার স্নেহাংশুরঞ্জন স্বামী তাঁদের ব্যক্তিগত প্রচেষ্টায় বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানীয় জল এবং অন্যান্য খাদ্যসামগ্রী বন্যার্ত জনসাধারণের হাতে তুলে দেন। বন্যা পরবর্তী পরিস্থিতিতে আগরতলা এনআইটি-র ১৯৮৯ সালের সহপাঠীদের সঙ্গে এই বিষয়ে সৌগত সোম আলোচনা করেন৷ সহপাঠীরাও সহায়তার জন্য হাত বাড়িয়ে দেন।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলসম্পদ বিভাগের প্রাক্তন প্রধান বাস্তুকার স্নেহাংশুরঞ্জন স্বামী, এনআইটি আগরতলার পক্ষে সৌগত সোম, গৈরিক ভারতের সর্বভারতীয় সভাপতি মণিভূষণ চৌধুরি, বিশিষ্ট বাস্তুকার যথাক্রমে অজিতকুমার বিশ্বাস ও সৌমিত্র নাথ, রেলটেল বিভাগের যুগ্ম মহাব্যবস্থাপক অমিতাভ দাম, বিশিষ্ট সমাজসেবিকা সুমিতা স্বামী, পাব্লিক উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষিকা সনি সোম, ড. রোজি দাম, ইন্দ্রাণী সেনগুপ্ত, বাস্তুকার সৌমিত্রশেখর দত্ত, শ্যামল সরকার প্রমুখ৷