Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে নেগেটিভ হয়ে চেন্নাইয়ে গিয়েই পজিটিভ, পবন আগরওয়াল প্রয়াত
২১ আগস্টঃ করোনায় আক্রান্ত হয়ে শিলচর মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছিলেন ৭০ বছরের পবনকুমার আগরওয়াল৷ পক্ষকাল আইসিইউতে রেখে চিকিতসার পর রিপোর্ট এসেছিল নেগেটিভ। কোভিড ব্লক থেকে ছাড়া পেয়ে দুইদিন ছিলেন সাধারণ আইসিইউতে। শনিবার মেডিক্যাল কলেজ থেকেই সোজা এয়ারপোর্টে যান পবনবাবু। এয়ার অ্যাম্বুলেন্সে পৌঁছান মাদ্রাজে। সেখানকার এমজিএম হাসপাতালে কয়েকমাস আগে তাঁর হৃদযন্ত্র প্রতিস্থাপন করিয়েছিলেন। তখনই ডাক্তাররা বলে দিয়েছিলেন, জুলাই-আগস্টে একবার দেখিয়ে নিতে।
এমজিএমে শুরুতেই কোভিড টেস্ট করায়। রিপোর্ট আসে পজিটিভ। ফুসফুসে ঘাঁটি গেড়ে বসেছে করোনা। হৃদযন্ত্রের চেয়ে করোনার চিকিতসাতেই গুরুত্ব দেন তাঁরা। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে বুধবার রাতে ওই হাসপাতালেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই অঞ্চলের প্রতিষ্ঠিত ব্যবসায়ী পবনকুমার আগরওয়াল। ছেলে নীরজ সঙ্গে গিয়েছিলেন। তিনি মাদ্রাজের শ্মশানেই পিপিই কিট পরে পিতার মুখাগ্নি করেন। মৃত্যুকালে পবনবাবু রেখে গিয়েছেন স্ত্রী, পুত্র নীরজ, পুত্রবধূ, নাতি-নাতনি, তিন বিবাহিত কন্যা সহ অসংখ্য আত্মীয়-পরিজনদের। আগরওয়াল সমাজ সহ বিভিন্ন সংস্থা-সংগঠন পবনবাবুর মৃত্যুতে গভীপ শোক ব্যক্ত করেন।