Barak UpdatesHappeningsBreaking News

শিলচরে জেনারেল ইন্স্যুরেন্স হাব চেয়ে নির্মলাকে ই-মেল

ওয়েটুবরাক, ৫ জানুয়ারি : শিলচরে ইন্সুরেন্স হাব প্রতিষ্ঠার দাবি জানিয়েছে ‘ভিশন এস ২৫’ নামে স্থানীয় এক নাগরিক মঞ্চ৷ তারা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কাছে গত ৪ জানুয়ারি এই দাবিতে ই-মেলে স্মারকলিপি পাঠান৷ এর প্রতিলিপি দেন শিলচরের সাংসদ রাজদীপ রায় এবং আসামের মুখ্যমন্ত্রীর অফিসে।

‘ভিশন এস ২৫’-র আহ্বায়ক রসরাজ দাস ও পিণাকপানি নাথ বলেন, দক্ষিণ আসাম সহ পার্শ্ববর্তী রাজ্যগুলির বাণিজ্যিক কেন্দ্র হওয়ার পথে শিলচর। ভারতবর্ষের অনেক রাজ্যের রাজধানী থেকেও শিলচর অনেকাংশে বড় এবং যথেষ্ট সম্ভাবনাময় বাণিজ্য নগর। এ অবস্থায়, লোকসংখ্যার নিরিখেই হোক বা বাণিজ্যের নিরিখেই হোক,  শিলচরে সরকারি জেনারেল ইন্সুরেন্স হাব হতে হবে। জেনারেল ইন্সুরেন্স ব্যবস্থার সঙ্গে জড়িয়ে আছে সাধারণ মানুষের সম্পত্তির নিরাপত্তা তথা দুর্ঘটনায় ক্ষতিপূরণের ব্যবস্থা৷ এক কথায় বললে, ব্যাংক ইত্যাদির মতো জনগণের সঙ্গে সরাসরি সম্পর্কিত এই জেনারেল ইন্সুরেন্স ব্যবস্থা৷ তাই নাগরিক মঞ্চের আর্জি, শিলচরে হতে হবে স্বাস্থ্য হাব, বাণিজ্য হাব, আইটি হাব, ইন্সুরেন্স হাব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker