Barak UpdatesHappeningsBreaking News
শিলচরের পুজোয় দর্শনার্থীদেরও ভ্যাকসিন বাধ্যতামূলক
ওয়েটুবরাক, ২৭ সেপ্টেম্বর : আসন্ন দুর্গাপূজার সময় কাছাড় জেলার পুজো মণ্ডপগুলিতে প্রবেশের জন্য দর্শনার্থীদের ভ্যাকসিন বাধ্যতামূলক করা হয়েছে। আজ সোমবার জেলা প্রশাসনের উদ্যোগে শিলচরে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অতিরিক্ত জেলাশাসক দীপক জিডুঙের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় পুজো কমিটির কর্মকর্তা এবং ভলান্টিয়ারদের পঞ্চমীর আগে কোভিড টিকা নিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে৷ এর আগেই তাদের নাম-ঠিকানা, কন্টাক্ট নম্বর ইত্যাদি পুলিশ এবং প্রশাসনের ম্যাজিস্ট্রেসি শাখায় জমা দিতে বলেছেন জিডুঙ। এ দিন তিনি জানান, প্রতিটি মণ্ডপে প্রবেশের আগে থার্মাল স্ক্রিনিং করা হবে। দেখা হবে ভ্যাকসিন গ্রহণের প্রমাণপত্রও৷
সভায় পূজা মণ্ডপগুলিতে সিসি ক্যামেরার সংস্থাপন করতেও পুজো কমিটিগুলিকে বলা হয়েছে। পূজামণ্ডপগুলোতে ভিজিটরদের প্রবেশ এবং প্রস্থানের সাংকেতিক চিহ্ন লিখে রাখতে হবে। ২৪ ঘন্টা ভলান্টিয়ারদের দ্বারা পালাক্রমে পাহারার ব্যবস্থা করার কথাও সভায় সিদ্ধান্ত হয়। এছাড়া মণ্ডপগুলোতে অগ্নিনির্বাপক সহায়ক সামগ্রী, যেমন মাটি, বালু, জল, ফায়ার এক্সটিংগুইশার ইত্যাদি মজুত রাখতে কমিটিগুলোকে পরামর্শ দেওয়া হয়। স্বাস্থ্য বিভাগকে বলা হয়, মণ্ডপগুলিতেও যাতে কোভিড টেস্টের ব্যবস্থা রাখা হয়৷ পূজা কমিটিগুলির কর্মকর্তাদের উপস্থিতিতে সভায় আরও দুই অতিরিক্ত জেলাশাসক সাধন সরকার ও কমল বড়ুয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার পার্থপ্রতিম শইকিয়া অংশ নেন৷