Barak UpdatesHappeningsBreaking News
শিলচরেও লাচিত দিবস পালন
ওয়েটুবরাক, ২৪ নভেম্বর : শিলচরেও বুধবার লাচিত দিবস পালন করা হয়। এই উপলক্ষে জেলাশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মহাবীর লাচিতের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। প্রথমে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলাশাসক কীর্তি জল্লি। অনুষ্ঠানে দেশের সুরক্ষায় বীর সন্তান লাচিতের কীর্তিগাঁথা অবদানের কথা স্মরণ করেন জেলাশাসক জল্লি। অন্যান্যদের মধ্যে দুই অতিরিক্ত জেলাশাসক সাধন সরকার ও দীপক জিডুঙ এবং রেভিনিউ সেরেস্তাদার নিরঞ্জন ধরও পুষ্পার্ঘ অর্পণ করেন।
গান্ধীভবনে লাচিত বরফুকনের প্রতি শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানের আয়োজন করে অল বেঙ্গলি হিন্দু অ্যাসোসিয়েশন (আভা) এবং হিন্দু যুব পরিষদ। বাঙালি, অসমিয়া, ডিমাসা এবং চা জনগোষ্ঠীর শিল্পীরা সঙ্গীত-নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ বলেন, সাহসী সন্তান লাচিতের জীবন ও কর্ম শুধু আসাম নয়, গোটা দেশের কাছে উদাহরণস্বরূপ। লাচিত দিবস পালনের মধ্য দিয়ে বরাক ও ব্রহ্মপুত্রের মধ্যে মানসিক দূরত্ব মেটানোর প্রয়াস গ্রহণের জন্য বিধায়ক দীপায়ন চক্রবর্তী আভা এবং হিন্দু যুব পরিষদকে ধন্যবাদ জানান।
হিন্দু যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি পল্লব শইকিয়া বলেন, লাচিত বরফুকন যেভাবে মোঘলদের আক্রমণ থেকে আসামকে বাঁচিয়েছিলেন, প্রতিটি রাজ্যবাসীর তা জানার প্রয়োজন রয়েছে। লাচিত দিবস উদযাপন কমিটির সভাপতি কুসুমেষু পুরকায়স্থের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় এবং হিন্দু যুব পরিষদের সাধারণ সম্পাদক দীপজ্যোতি দেওরাও বক্তৃতা করেন।