Barak UpdatesHappeningsBreaking News
শিলচরেও আজ-কাল ব্যাঙ্ক ধর্মঘট, বিক্ষোভ প্রদর্শন
ওয়েটুবরাক, ১৫ মার্চঃ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং বিমা সংস্থা বেসরকারিকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামলেন এই দুই শিল্পের কর্মীরা। প্রথম ধাপ হিসেবে আজ (সোমবার) এবং আগামিকাল (মঙ্গলবার) ব্যাঙ্ক ইউনিয়নগুলির ডাকে দেশ জুড়ে চলবে ব্যাঙ্ক ধর্মঘট। বুধবার সাধারণ বিমা শিল্প ধর্মঘট। বৃহস্পতিবার ধর্মঘটে নামছেন জীবন বিমা নিগমের (এলআইসি) কর্মী এবং অফিসারেরা। এর পরই যৌথভাবে ধর্মঘটের পরিকল্পনা চলছে বলে হুমকি দিয়েছেন সিটুর সাধারণ সম্পাদক তপন সেন এবং ইউটিইউসি-র সাধারণ সম্পাদক অশোক ঘোষ।
ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস-এর পক্ষে বিধায়ক ভট্টাচার্য জানিয়েছেন, শিলচরেও আজ-কাল ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে। আজ সোমবার প্রথম দিনে শুরুতেই নিজ নিজ ব্যাঙ্কের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হবে। পরে সকাল এগারোটায় বিশাল মেগামার্টের বিপরীতে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সার্কল অফিসের সামনে কেন্দ্রীয়ভাবে বিক্ষোভ দেখানো হবে। সেখানে সমস্ত ব্যাঙ্ককর্মীদের সবকটি ইউনিয়ন সামিল হবে।
এ বার বাজেটে রাষ্ট্রায়ত্ত সংস্থার সংখ্যা আরও কমানোর পাশাপাশি দু’টি ব্যাঙ্ক এবং একটি বিমা সংস্থাকে বেসরকারি হাতে তুলে দেওয়ার কথা বলেছে কেন্দ্র। জানিয়েছে দ্রুত এলআইসি-তে তাদের হাতে থাকা শেয়ারের একাংশও বাজারে বিক্রি হবে। তার পরেই দেশ জুড়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন এই সব প্রতিষ্ঠানের কর্মীরা।