NE UpdatesHappeningsBreaking News
শিলঘাটে পৌঁছল গঙ্গাবিলাস, বড়ো-ঝুমুর নৃত্যে স্বাগত বিদেশি পর্যটকদের
গুয়াহাটি, ২৩ ফেব্রুয়ারি : কলিয়াবরের ঐতিহাসিক শিলঘাটের জাহাজঘাটে পৌঁছল বিশ্বের সবথেকে দীর্ঘ নদীপথ ভ্রমণ করা অত্যাধুনিক নদী ক্রুজ এমভি গঙ্গাবিলাস। কলিয়াবর মহকুমা প্রশাসনের সহযোগিতায় নগাঁও জেলা প্রশাসন এই অত্যাধুনিক নদী জাহাজে আসা ২৪ জন বিদেশি পর্যটককে উষ্ণ অভ্যর্থনা জানায়। বিদেশি পর্যটকরা শিলঘাটে উপস্থিত হওয়ার পর তাদের স্বাগত জানাতে বড়ো নৃত্য ও ঝুমুর নৃত্য পরিবেশন করা হয়। পর্যটক দলটি আসামের দ্বিতীয় শক্তিপীঠ কামাখ্যা মন্দির দর্শন করে। পরবর্তী সময়ে বাসে করে পর্যটক দলটি শিলঘাট থেকে কাজিরঙা অভিমুখে যাত্রা করে।
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি এমভি গঙ্গাবিলাস উত্তর প্রদেশের বারাণসী থেকে রওনা হয়েছিল। মোট ৩২০০ কিলোমিটার দূরত্বের মধ্যে এ পর্যন্ত জাহাজটি ২৮৮০ কিলোমিটার অতিক্রম করে। গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ হয়ে আসামের ধুবড়িতে প্রবেশ করার পর গোয়ালপাড়া, শুয়াল্কুচি, পাণ্ডু, মায়ং, তেজপুর হয়ে শিলঘাটে প্রবেশ করে। আগামী দিনগুলোতে গঙ্গাবিলাস বিশ্বনাথঘাট, কেরকেরিঘাট, মাজুলি ও নিমাতিঘাটে প্রবেশ করার পর ডিব্রুগড়ের বগিবিল পর্যন্ত যাবে।