NE UpdatesAnalyticsBreaking News

রানি নরহকে মুখ্যমন্ত্রী ভিজিল্যান্স সেলের সমন

গুয়াহাটি, ১৮ সেপ্টেম্বর ঃ সাংসদ তহবিলের অর্থ অপব্যবহারের অভিযোগের তদন্তের জন্য রানি নরহের বিরুদ্ধে সমন জারি করেছে মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স সেল। এই সমন অনুযায়ী মঙ্গলবার মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স সেলের সামনে হাজির হতে হবে তাঁকে। এরপরই সাংবাদিক বৈঠক করে এর স্পষ্টীকরণ দেন প্রাক্তন সাংসদ রানি নরহ। তিনি জানান, এই সমনের ভিত্তিতে তিনি মঙ্গলবার ভিজিল্যান্স সেলের সামনে উপস্থিত হবেন।

Rananuj

উল্লেখ্য, রানি নরহ সাংসদ থাকার সময় ২০১৩-১৪ সালে সাংসদ তহবিলের অর্থ কেলেঙ্কারির এক পুরনো অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এই সময় রানি নরহ যোরহাট জেলায় হ্যান্ড টিউবওয়েল বসানোর নামে কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল। এই কাজে দুর্নীতির অভিযোগে ২০১৭ সালে একটি মামলা দায়ের করা হয়। এরপর ২০১৯ সালে মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স সেল তাঁকে সমন পাঠিয়েছিল। কিন্তু ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত এই মামলার কোনও অগ্রগতি দেখা যায়নি।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে দলীয় রাজনীতিতে একপ্রকার নিষ্ক্রীয় ছিলেন রানি নরহ। কিন্তু লোকসভা নির্বাচন সামনে আসার সঙ্গে তাঁকে লখিমপুর কেন্দ্রে কুচকাওয়াজ প্রদর্শ্ন করতে দেখা যাচ্ছে। এর পাশাপাশি রানি নরহর স্বামী কংগ্রেস বিধায়ক ভরত নরহর বিরুদ্ধে গত দু’দিন ধরে লখিমপুরের বিজেপি বিধায়ক মানব ডেকা ভূমি কেলেঙ্কারির অভিযোগ উত্থাপন করে দুটি সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য করেছেন। ভরত নরহ সম্প্রতি মুখ্যমন্ত্রী পত্নীর ভূমি কেলেঙ্কারি ও সরকারি সহায়তা বিতর্কে সদনের ভেতরে ও বাইরে সরব হয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker