Barak UpdatesBreaking News

শিক্ষা বিকাশ পরিষদের রজতজয়ন্তী, শিলচরে শোভাযাত্রা

২৩ ফেব্রুয়ারি: শিক্ষা বিকাশ পরিষদের দক্ষিণ আসাম প্রান্তের এ বার রজতজয়ন্তী৷ ১৯৯৫ সালে শিক্ষার বিকাশকে লক্ষ্য রেখে পরিষদ এই অঞ্চলে যাত্রা শুরু করেছিল৷ এ সময়ে তাদের স্কুল রয়েছে ৪৪টি৷ উচ্চতর এবং উচ্চ বিদ্যালয়৷ হাফলঙে রয়েছে একটি উপজাতি ছাত্রাবাসও৷

Rananuj

রবিবার রজতজয়ন্তী উপলক্ষে শিলচরে এক শোভাযাত্রা বের হয়৷ জেলা গ্রন্থাগার প্রাঙ্গণ থেকে সেটি রাঙ্গিরখাড়ি পর্যন্ত যায়৷ সেখান থেকে ফেরে নেটিভ জয়েন্ট স্টকে৷

তাদের পরিচালিত স্কুলের আচার্য-আচার্যা, ছাত্রছাত্রী,  কর্মকতারা তাতে অংশ নেন৷ নেতৃত্ব দেন সাংসদ রাজদীপ রায়, বিধায়ক দিলীপকুমার পাল, শিক্ষা ভারতীর প্রান্ত প্রতিষ্ঠাতা বিমলনাথ চৌধুরী, নিখিলভূষণ দে, যোগেন্দ্র সিং শিশোদিয়া, অসিত দত্ত, অঞ্জন গোস্বামী, দিলীপ নাথ, নীহারেন্দু ধর প্রমুখ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker