NE UpdatesHappeningsBreaking News
শহিদ কর্নেল পত্নীর কাছে উৎকোচ দাবি, কনস্টেবল ‘রিজার্ভ ক্লোজ’
ওয়েটুবরাক, ৯ জানুয়ারি : শহিদ কর্নেলের পত্নীর কাছে দুই লক্ষ টাকা উৎকোচ দাবি করেছিলেন পুলিশের কনস্টেবল। এজাহার পেয়েই সাতগাঁও থানার কনস্টেবল নিপন কলিতাকে ‘রিজার্ভ ক্লোজ’ করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগকারী নিপনের ঘুষ দাবির অডিও রেকর্ড শোনানো ছাড়াও ওসি মনজিত বুঢা়গোঁহাইর বিরুদ্ধেও অভিযোগ করেছেন তিনি। ওসির বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ায় শহিদপত্নী ক্ষোভ প্রকাশ করেন।
অভিযোগকারী সিআইডি-কে দেওয়া এজাহারে জানান, এক ব্যক্তি তার কাছে দশ লক্ষ টাকা দাবি করেছে। টাকা না পেলে ছেলেকে হত্যা করা হবে বলেও হুমকি দিচ্ছে। তিনি সাতগাঁও থানায় অভিযোগ জানালে ওসি বুঢ়াগোঁহাই প্রথমে গুরুত্ব দেননি। পরে কনস্টেবলের মাধ্যমে টাকা দাবি করেন। প্রথম দফায় ২৫ হাজার টাকা দিয়ে দেন। পরে দুই লক্ষ টাকা খোঁজায় তাঁর সন্দেহ হয়। শহিদপত্নীর অভিযোগ, হুমকি দেওয়া ব্যক্তির সঙ্গে ওসির যোগসাজস রয়েছে।
পুলিশ জানিয়েছে, মহিলার অভিযোগকে তাঁরা মোটেও গুরুত্বহীন ভাবে দেখছেন না। এরই মধ্যে এ নিয়ে ডিসিপি পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত করবেন গুয়াহাটি সেন্ট্রাল পুলিশের ডিসিপি দিগন্ত চৌধুরী। তদন্তের প্রেক্ষিতেই দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে৷