NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

আসাম সরকারকে না জানিয়েই আজমির থেকে চলে এসেছেন ৪২ বাসযাত্রী, বললেন হিমন্ত
42 people came by bus from Ajmer Sharif without informing Assam govt, says Himanta

৭ মেঃ ফরিদুল ইসলামের করোনা ভাইরাস ধরা পড়ার পর নানা প্রশ্ন সামনে আসছে। উঠে আসছে নানা তথ্য। রাজস্থানের আজমির থেকে কী করে এক বাসে ৪২ জন চলে এলেন? সঙ্গে বাসের চালক-খালাশি? শিলচরের জন্য নির্ধারিত বাসে শোণিতপুর জেলার ঢেকিয়াজুলির ফরিদুল কী করে উঠে পড়ল? রাজ্য মন্ত্রিসভার মুখপাত্র ড. হিমন্ত বি্শ্ব শর্মা জানান, আসাম সরকারকে না জানিয়েই এরা চলে এসেছেন।

Rananuj
Bus No. RJ-27-PB-7071 which came from Ajmer to Cachar

আজমিরের জেলাশাসকের পাস সংগ্রহ করে এটি দেখিয়েই ঢুকে পড়েন শিলচরে। পথে য়েমন কেউ কাছাড়ের জেলাশাসক বা আসাম সরকারের পাস দেখতে চাননি, তেমনি আজমিরের জেলাশাসকও পাস ইস্যু করে আসাম সরকার বা কাছাড় জেলা প্রশাসনকে জানানোর প্রয়োজন মনে করেননি।

মন্ত্রী বলেন, অনুসন্ধান করে তিনি জানতে পেরেছেন, তাদের জন্য বাসের ব্যবস্থা করে দেন আজমির শরিফ দরগার খাদিম। তিনি দায়িত্ব নেওয়ার দরুনই সেখানকার বাসমালিক এতদূরে গাড়ি পাঠাতে সম্মত হন। কিন্তু এক বাসে ৪২ যাত্রী, সঙ্গে চালক-খালাসি থাকায় পারস্পরিক দূরত্বের বিষয়টি মোটেও মানা হয়নি। তাতেই আশঙ্কা বেড়ে গিয়েছে বলে মন্তব্য করেন হিমন্ত। তিনি জানান, সকলের লালারস সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা চলছে। তিনি নিজেও রিপোর্টের অপেক্ষায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker