Barak UpdatesBreaking News
হাইলাকান্দি জেলা পরিষদে টক্কর ইউডিএফ-বিজেপির, ৫-৪
রাজ্যেশ্বরপুরে বিজেপির এন ইন্দিরা সিং ১৯৮ ভোটে বিজয়ী হয়েছেন। তিনি এআইইউডিএফের রৌজি খানম বড়ভুইয়াকে পরাস্ত করেন। রৌজি শুরুতে এগিয়ে থাকলেও শেষে ধরে রাখতে ব্যর্থ হন।
আয়নাখাল-নিশ্চিন্তপুর আসনে এআইইউডিএফের শহিদুল আলম মজুমদার বিজেপির চৌধুরী চরণ গড়কে হারিয়ে দিয়েছেন। চৌধুরী চরণও দীর্ঘক্ষণ এগিয়ে ছিলেন। পরে হারেন বড় ব্যবধানেই, ৩ হাজার ৪০৫ ভোটে।
রাঙাউটি-নিতাইনগর আসন জিতলেন এআইইউডিএফ প্রার্থী ফারহানা খানম চৌধুরী। তিনি একটানা এগিয়ে জেতেন ৭ হাজার ৬৩২ ভোটে। কংগ্রেসের সুফিয়া বেগম বড়ভুইয়া নিকটতম প্রতিদ্বন্ধী হলেও প্রকৃত অর্থে লড়াই-ই গড়ে তুলতে পারেননি।
মাটিজুরি-পাইকানে বিজেপির শারিনা ইয়াসমিন মজুমদার ২৪৯ ভোটে জয়ী হয়েছেন। এআইইউডিএফের সালেহা ইয়াসমিন মাঝারভুইয়া শক্ত লড়াই চালিয়েও ব্যর্থ হন।
পাঁচগ্রাম-কালীনগর আসনে এআইউডিএফের রোজি আখতার চৌধুরী বিজেপির বুল্টি দাসের কাছে হেরে গেলেন। দুইজনের ব্যবধান ১৯৭।
কাটলিছড়ায় এআইইউডিএফ প্রার্থী ইমরুল আলম বড়ভুইয়া বিজেপির রাজীব দাসের চেয়ে ৯৫১ ভোট বেশি পেয়ে জিতে গিয়েছেন।
আলগাপুর-মোহনপুর আসনে অগপর আফতাব উদ্দিন লস্করকে পেছনে ঠেলে জিতেছেন এআইইউডিএফের নুরুল ইসলাম লস্কর। আফতাবের সঙ্গে তাঁর ব্যবধান ২ হাজার ৩১ ভোটের।
অগপ জিতেছে ভাটিরকুপা-বোয়ালিপার আসন। হিলালউদ্দিন বড়ভুইয়া এআইইউডিএফের জহিরুল ইসলাম মজুমদারকে ৩ হাজার ১১৩ ভোটের ব্যবধান পরাস্ত করেন। তৃতীয় কংগ্রেসের সজনা বেগম বড়ভুইয়া ।
বরুণছড়া-বিলাইপুর গেরুয়াবাহিনী জিতে নিয়েছে। জয়দীপা লস্কর এআইইউডিএফের গীতা হরিজনকে ৩ হাজার ৯৪৭ ভোটে হারিয়ে দেন।
রংপুর-রামচণ্ডী আসনে কংগ্রেসের ওয়াহিদা সুলতানা মজুমদারকে পেছনে ঠেলে আজমল বাহিনীর প্রার্থী ফারহানা বেগম লস্কর জয় লাভ করেন। ব্যবধান ৮ হাজার ৯৯।