India & World UpdatesHappeningsBreaking News

শত্রুর জলযান ধ্বংসে ভারতের নতুন ক্ষেপণাস্ত্র, সফল পরীক্ষা

5 অক্টোবরঃ শত্রুর জলযান নিমেষে ধ্বংস করার জন্য ক্ষেপণাস্ত্র বানাল ভারতীয় ‘প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা’ ডিআরডিও। নাম রাখা হয়েছে ‘সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অফ টর্পেডো’ (স্মার্ট)। সোমবার সফলভাবেই এর উড়ান-পরীক্ষা হল।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ‘স্মার্ট’-এর সফল পরীক্ষার পরে টুইটারে লেখেন, ‘‘ডিআরডিও সুপারসনিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে হাল্কা টর্পেডো ‘স্মার্ট’-এর সফল পরীক্ষা করেছে। ডুবোজাহাজ বিরোধী যুদ্ধের ক্ষেত্রে এটি যুগান্তকারী পদক্ষে ডিআরডিও  এবং তার সহযোগীদের আমার অভিনন্দন জানাই।’’ ডিআরডিও-র চেয়ারম্যান জি সুরেশ রেড্ডি এ দিন বলেন, ‘‘ডুবোজাহাজ বিরোধী যুদ্ধে এই টর্পেডোই হবে ‘গেম চেঞ্জার’। সাধারণ টর্পেডোর নিশানার বাইরে থাকা শত্রু ডুবোজাহাজকে এই পদ্ধতিতে ঘায়েল করা যাবে।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker