Barak UpdatesHappeningsBreaking News
লোকাল ট্রেনের দাবিতে করিমগঞ্জে বিক্ষোভ
ওয়েটুবরাক, ১১ সেপ্টেম্বর : দীর্ঘদিন পর “ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি” আবার আন্দোলনের পথে। করোনা পরিস্থিতিতে প্রথমবার ট্রেন বন্ধ হওয়ার পর থেকে বরাক উপত্যকার স্থানীয় যাত্রীবাহী ট্রেনগুলিকে আর নিয়মিতভাবে চালানোর জন্য সরকারের পক্ষ থেকে কোনও উদ্যোগ পরিলক্ষিত হয়নি।
যে দু-একটা ট্রেন চলেছিল তাও বিশেষ ট্রেন নামকরণ করে যাত্রীভাড়া দ্বিগুণ-তিনগুণ বাড়িয়ে যাত্রীদের পকেট কাটা হয়েছে, অথচ স্পেশাল ট্রেনের কোন সুবিধাই ওই ট্রেনগুলোতে ছিল না। স্থানীয় যাত্রীবাহী ট্রেনগুলোকে পূর্বের যাত্রীভাড়ায় নিয়মিত করা এবং ‘ভিস্টাডোম ট্রেন’ বরাক উপত্যকার বদরপুর হয়ে করিমগঞ্জ কিংবা শিলচর স্টেশন পর্যন্ত সম্প্রসারণ করার দাবি জানায় ব্রডগেজ রূপায়ন সংগ্রাম কমিটি৷ আজ শনিবার সকাল ১০টায় করিমগঞ্জ রেল স্টেশনে তাদের উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হয়। উক্ত কর্মসূচিতে সংগ্রাম কমিটির পক্ষ থেকে দাবি তোলা হয়, অবিলম্বে করিমগঞ্জ-শিলচর স্থানীয় যাত্রীবাহী ট্রেন চালু করতে হবে, দুল্লভছড়া-বদরপুরের মধ্যে প্রতিদিন যাত্রীবাহী ট্রেন পুনরায় চালু করতে হবে, পুনরায় মহিষাশন ও শিলচরের মধ্যে ট্রেনসেবা চালু করতে হবে, শিলচর -ধর্মনগর ট্রেন পরিষেবা চালু করতে হবে, শিলচর ভৈরবী রুটে প্রতিদিন ট্রেন সেবা চালু করতে হবে।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির বরাক উপত্যকার আহ্বায়ক অরুণাংশু ভট্টাচার্য বলেন, বরাক উপত্যকায় লোকাল ট্রেন চালু করা হয়নি। করোনা মহামারীর জন্য কর্মহীন মানুষ চরম আর্থিক সংকটের মধ্যে রয়েছেন। এছাড়াও যারা চিকিৎসা এবং বিভিন্ন পেশার প্রয়োজনে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন তাদের সংকট তীব্রতর হচ্ছে।
আসাম সরকার ১০০ শতাংশ আসনেই সরকারি বাস, মিনিবাস সহ সমস্ত বেসরকারি গাড়িতে যাত্রী পরিবহনের অনুমতি দিয়েছে, কিন্তু লোকাল ট্রেন চালু না করার পেছনে কী যুক্তি থাকতে পারে সংগ্রাম কমিটি এই ব্যাপারে কোনও যুক্তি খুঁজে পাচ্ছেন না৷
এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুবীরবরণ রায়, নির্মাল্য দাস, বাসুদেব সেন, পরিমল চক্রবর্তী, তুষার দাস, গোপাল পাল, অজয় চৌধুরী, সুজিৎ কুমার পাল, জয়দীপ দাস প্রমুখ।