Barak UpdatesHappenings
লায়ন্স-লিও ক্লাবের রক্তদান শিবিরে ব্যাপক সাড়া, সহযোগিতায় ফোরাম
ওয়ে টু বরাক, ৬ মার্চ : লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২২জি-র রিজিয়ন ৩ এবং রিজিয়ন ৪ এর লায়ন্স ও লিও ক্লাবগুলোর ব্যবস্থাপনায় একদিবসীয় স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিল বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি। সার্বিক সহযোগিতায় ছিল কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টার।
৩ মার্চ, রবিবার সকাল সাড়ে ১১টায় শিলচর তারাপুরের ইন্ডিয়া ক্লাব ইনডোর স্টেডিয়ামে শিবিরের উদ্বোধন করেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২২জি-র সার্ভিস কো-অর্ডিনেটর দিলীপ কুমার সরফ। তিনি প্রথম রক্তদাতা হিসেবে রক্তদান করে শিবিরের সূচনা করেন। এ দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২২জি-র এলসিআইএফ কো-অর্ডিনেটর মনোজ ভজঙ্কা। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিজিয়ন ৩-এর চেয়ারপার্সন অনুপ দত্ত, রিজিয়ন ৪-এর চেয়ারপার্সন তাপস সাহা, ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন সুবীরকুমার বণিক, ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন নবীনা মজুমদার, ডিস্ট্রিক্ট ডিরেক্টরির সম্পাদক শংকর প্রসাদ চক্রবর্তী প্রমুখ।
এ দিন বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ দেবব্রত পাল, কাছাড় জেলা কমিটির সহ-সভাপতি রঞ্জিত মিশ্র এবং কাছাড় ক্যানসার হাসপাতাল ব্লাড সেন্টারের টেকনিশিয়ান সুপারভাইজার জহিরুল ইসলামকে লায়ন্স-লিওর পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান জোন চেয়ারপার্সন নন্দিনী পুরকায়স্থ, জোন চেয়ারপার্সন পারমিতা পাল এবং লিও সদস্যা পূরবী দাস।
উদ্বোধনী অনুষ্ঠানে রক্তদান শিবিরের উদ্দেশ্য ব্যাখ্যা করেন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২জি-র পাবলিক রিলেসন অফিসার তথা শিবিরের প্রজেক্ট চেয়ারপার্সন তথা ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত। এদিন দিলীপ কুমার সরফ, মনোজ ভজঙ্কা, দেবব্রত পালও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে রক্তদান শিবির আয়োজনে অগ্রণী ভূমিকা নেওয়ার জন্য শিবিরের প্রজেক্ট চেয়ারপার্সন সব্যসাচী রুদ্রগুপ্তকে দিলীপ কুমার সরফ লায়ন্সের পিন পরিয়ে ও মনোজ ভজঙ্কা মেডেল পরিয়ে অভিবাদন জানান।
শিবিরে চারজন মহিলা সহ ২৭ জন রক্তদান করেন। এরমধ্যে কয়েকজন প্রথমবার রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে কাছাড় ক্যানসার হাসপাতাল ব্লাড সেন্টার। এদিন সকল রক্তদাতাকে লায়ন্স ও লিও ক্লাব, ব্লাড ডোনার্স ফোরাম এবং কাছাড় ক্যানসার হাসপাতাল ব্লাড সেন্টারের পক্ষে তিনটি পৃথক শংসাপত্র প্রদান করা হয়। পাশাপাশি ফোরামের পক্ষ থেকে তাদের মেডেল পরিয়েও সম্মানিত করা হয়।
এদিন শিবির চলাকালীন রক্তদাতাদের উৎসাহ জোগাতে ব্লাড ডোনার্স ফোরামের পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ, কাছাড় জেলা কমিটির সহ-সম্পাদক দেবালয় ভাওয়াল, সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর সাহা, যুগ্ম সম্পাদক সৌম্যজ্যোতি ভট্টাচার্য, মহিলা শাখার সভানেত্রী সিক্তা পাল, কার্যকরী সভানেত্রী বুবু চৌধুরী, সদস্যা পঞ্চমী নাথ, ফোরামের লক্ষীপুর শাখার সভাপতি রাজ পাল, সম্পাদক নয়নজ্যোতি রায় প্রমুখ।