Barak UpdatesBreaking News
লালিগুড় নিষিদ্ধ হল রাজ্যে, জেলাশাসকদের কড়া থাকতে নির্দেশ
৪ মার্চঃ অসমে লালিগুড় বিক্রি নিষিদ্ধ হল। সম্প্রতি যোরহাট ও গোলাঘাট জেলায় বিষাক্ত মদ পান করে দেড় শতাধিক মানুষের মৃত্যুর ঘটনার দরুনই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সোমবার জনতা ভবনে চা বাগান সম্পর্কে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তাতে পৌরোহিত্য করেন। তিনিই বিষমদ নিয়ে বিশদ আলোচনা করেন। লালিগুড় এর উতস জেনে তা বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করতে বলেন। সঙ্গে জেলাশাসকদেরও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
মুখ্যমন্ত্রী চা বাগান অধ্যুষিত এলাকা সমূহের জেলাগুলোর জেলাশাসকদের এ বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেন। তিনি বলেন, জনসচেতনতামূলক কার্যসূচিগুলিতে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠনকে সামিল করা দরকার। মুখ্যমন্ত্রী জানান, বিষমদে মৃত পরিবারের শিশুদের জুভেনাইল জাস্টিস অ্যাক্টের অধীনে প্রতিপালনের ব্যবস্থা করা হচ্ছে।
English text here