India & World UpdatesHappeningsBreaking News
লালকেল্লা কাণ্ডঃ দীপ সিধুর খোঁজে পুরস্কার ঘোষণা
৩ ফেব্রুয়ারিঃ পঞ্জাবি অভিনেতা দীপ সিধুকে খুঁজছে দিল্লি পুলিশ। চলছে তল্লাশি। তাঁর অবস্থান বা গতিবিধি সম্বন্ধে উপযুক্ত খবর দিতে পারলে ১ লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করা হয়েছে। প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় ধুন্ধুমার কাণ্ড বাঁধানোর ঘটনায় দীপকেই মুখ্য অভিযুক্ত করা হয়েছে। সহ-অভিযুক্ত জয়বীর সিংহ, বুটা সিংহ, সুখদেব সিংহ এবং ইকবাল সিংহের নামেও ৫০ হাজার টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে। এঁরা সবাই ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ। ওই দিনের ঘটনায় বিভিন্ন জায়গায় মোট ৪৪টি এফআইআর হয়েছে।এ পর্যন্ত ১২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিতর্কিত ৩টি কৃষি আইনের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি রাজধানীতে ট্র্যাক্টর মিছিল করেন কৃষকরা। অধিকাংশ কৃষক পূর্ব নির্ধারিত পথ ধরে মিছিল নিয়ে এগোলেও, আন্দোলনকারীদের একটি দল ছত্রভঙ্গ হয়ে লালকেল্লা পর্যন্ত পৌঁছে যায়। সেই সময় পুলিশের সঙ্গে সঙ্ঘর্ষ বাঁধে বিক্ষোভকারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেলও। ওই দিন ট্র্যাক্টর উল্টে আন্দোলনকারী এক যুবকের মৃত্যুও হয়।