Barak UpdatesHappeningsBreaking News
লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালির হিন্দি দিবস উদযাপন
ওয়েটুবরাক, ১৪ সেপ্টেম্বর : বুধবার ‘হিন্দি দিবস’ উদযাপন করল ‘লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি’। শিলংপট্টির ‘প্রয়োগিক হিন্দি মাধ্যমিক বিদ্যালয়ে’ আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব ভ্যালির প্রথম সহ-সভানেত্রী তনুশ্রী ভট্টাচার্য। হিন্দি শিক্ষাবিদ রীতা সিং যাদব অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে হিন্দি দিবসের গুরুত্ব, তাৎপর্য এবং এর উৎস তুলে ধরেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের প্রধানশিক্ষক দিব্যেন্দু দে , ক্লাব ভ্যালির সম্পাদক সঞ্জীব রায় প্রমুখ।
এই বছর ক্লাব ভ্যালি বরাক উপত্যকার একমাত্র হিন্দি দৈনিক পত্রিকা ‘প্রেরণা ভারতী’কে সম্মানিত করেছে এবং সম্পাদিকা সীমা কুমার এই পুরস্কারটি গ্রহণ করেন। গত বছর ‘বরাক বার্তা’-কে এই সম্মান দেওয়া হয়েছিল।
হিন্দি দিবস উপলক্ষে আগেই ইটখলা হিন্দি পাঠশালা এবং প্রয়োগিক হিন্দি মাধ্যমিক বিদ্যালয়ে হিন্দি আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ প্রতিটি বিদ্যালয়ের পাঁচজন পজিশন হোল্ডারকে ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়।
যুব-কবি চন্দ্রকুমার গোয়ালা খুব সুন্দর দুটি স্বরচিত কবিতা আবৃত্তি করেন৷ শিক্ষার্থীদের কবিতা আবত্তি এবং গানে অনুষ্ঠান ছিল জমজমাট৷ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব ভ্যালির কোষাধ্যক্ষ কৌশিকী পদ ভট্টাচার্য, চন্দ্রাবতী রায়, ডাঃ দীপাঞ্জন দেব, জুবায়ের ইনাম, অভিজিৎ ভট্টাচার্য, পথপ্রদর্শক লায়ন শাখী ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন প্রজেক্ট চেয়ারপারসন বন্দিতা ত্রিবেদী রায়৷ তিনি ‘হিন্দি দিবস’-এর গুরুত্বও তুলে ধরেন৷