Barak UpdatesHappeningsBreaking News
লাতুর জমিদারবাড়ির পুজো এ বার শুধুই নবমীর ঘটে
22 অক্টোবরঃ এই অঞ্চলের প্রাচীন পুজোগুলির অন্যতম করিমগঞ্জ জেলার লাতুর জমিদার বাড়ির পুজো। দীর্ঘদিন ধরে পরিবারে এটাই রেওয়াজ ছিল, যে যেখানে থাকুক, পুজোর সময় সবাই লাতুর স্বামী বাড়িতে উপস্থিত হতেন। সময়ের পরিবর্তন, সদস্যদের ব্যস্ততার দরুন তা ক্রমে শিথিল হয়ে আসে। শেষে কয়েক বছর আগে সিদ্ধান্ত হয়, দল বেঁধে সবাই প্রিত বছর লাতুতে ছুটে যাওয়ার বদলে মাঝেমধ্যে শিলচরের বাড়িতেও পুজো হোক। লাতু থেকে সদস্যরা গিয়ে শিলচরে পুজো কাটাবেন।
ওই হিসেবে এ বারও পাকা ছিল, জমিদার বাড়ির পুজো শিলচর লিঙ্ক রোডে স্নেহাংশু রঞ্জন স্বামীর বাড়িতেই হবে। কিন্তু বাদ সাধল করোনা। তাই সিদ্ধান্ত হয়েছে, শুধু মহানবমীতে ঘট পুজো হবে। পরদিন প্রথা মেনে ঘট বিসর্জন। ওইটুকুতেই এ বার সীমাবদ্ধ রাখা হবে। অবসরপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার স্নেহাংশুরঞ্জন স্বামী বলেন, এর বেশি কিছু করতে গেলেই মানুষজন ডাকাডাকি করতে হবে। এই সময়ে তা অনেকটাই ঝুঁকিবহুল। তাই শুধু ধারাবাহিকতাটা ধরে রাখা। তবে এর আগে কখনও কোনও কারণে প্রতিমা হয়নি, এমনটা ঘটেনি, জানিয়েছেন স্নেহাংশুবাবু।