Barak UpdatesBreaking News
লাকুদার স্কুলে গেলেন জেলাশাসক, সহায়তার প্রতিশ্রুতি
২৬ জুন : মালুগ্রাম সর্বোদয় বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন কাছাড়ের জেলাশাসক লায়া মাদ্দুরি। বুধবার একটি অনুষ্ঠানে প্রয়াত স্বাধীনতা সংগ্রামী শচীন্দ্রমোহন দত্ত (লাকুদা) প্রতিষ্ঠিত এই স্কুলে আসেন তিনি।
বলেন, স্কুলটি সরকারিভাবে স্বীকৃতিপ্রাপ্ত নয় ঠিকই। তবে যেভাবে এই স্কুল দেশের শিক্ষা নীতিকে সম্মান জানিয়ে শৈক্ষিক বিকাশে কাজ করে যাচ্ছে, তা প্রশংসার দাবি রাখে। আগামীতে বিদ্যালয়ের সীমানা দেওয়াল নির্মাণ সহ ক্যাম্পাসের ভেতর কীভাবে সাজানো যায় তা নিয়ে সর্বোদয় ট্রাস্টের সঙ্গে মিলে পরিকল্পনা করবেন বলেও জানান জেলাশাসক। ট্রাস্টের পক্ষ থেকে তাঁর হাতে একটি দাবি সন্বলিত স্মারকপত্রও তুলে দেওয়া হয়। এটি পাঠ করে শোনান সমাজকর্মী অশোক দেব।
সুরক্ষিতভাবে সীমানা নির্ধারণ করা না থাকায় স্কুল চত্বরে চলা অসামাজিক কার্যকলাপের ব্যাপারে বিশেষভাবে উল্লেখ করা হয় স্মারকপত্রে। সর্বোদয় ট্রাস্টের ব্যবস্থাপনায় আয়োজিত হয় এ দিনের অনুষ্ঠান। পৌরোহিত্য করেন ট্রাস্টের সভাপতি সুখময় ভট্টাচার্য। এতে রোটারি ক্লাব অব শিলচর গ্রেটারের পড়ুয়াদের পোশাক, জুতো ইত্যাদি বিতরণ করে।
আনুষ্ঠানিকভাবে ছাত্রছাত্রীদের হাতে স্কুলের পোশাক তুলে দেন জেলাশাসক মাদ্দুরি। তিনি রোটারি গ্রেটারের উদ্যোগ ও সচেতন মনোভাবের কদর করেন। ট্রাস্টের সম্পাদক আইনজীবী শেখর পালচৌধুরী, প্রাক্তন পুরপতি শান্তনু দাস, শিক্ষক অতনু চৌধুরী, রোটারি গ্রেটারের অলক বিশ্বাস, জয়দীপ বিশ্বাস, মুলচাঁদ বৈদ্ সহ অন্যরা উপস্থিত ছিলেন। অংশ নেন অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও।