Barak UpdatesHappeningsBusiness

লকডাউনের বিরোধিতায় সরব চেম্বার অফ কমার্স

২৯ আগস্টঃ লকডাউনের বিরোধিতায় সরব হল আসাম চেম্বার অফ কমার্সের দক্ষিণ অসম চাপ্টার। শুক্রবার তারা ভার্চুয়াল বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেন, লকডাউনের দরুন দক্ষিণ অসমের অর্থনীতি স্তব্ধ হয়ে পড়েছে।  এই ধরনের সিদ্ধান্ত সমস্ত ব্যবসায়িক সংগঠন এবং এর সঙ্গে সম্পর্কীত সকলের পরামর্শ ছাড়া নেওয়া উচিত হয়নি।  চেম্বার অফ কমার্সের সঙ্গে তো কথা বলেইনি প্রশাসন, কথা বলেনি অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সংগঠনগুলির সঙ্গেও। তাদের কথায়, লকডাউনের বদলে এই সময়ে উচিত স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি ঘটানো, মাস্ক পরা বাধ্যতামূলক করা, পারস্পরিক দূরত্ব ও টেস্টিংয়ে গুরুত্ব দেওয়া।  শিলচর মেডিক্যাল কলেজ ও বেসরকারি হাসপাতালগুলিতে আইসিইউ-র সংখ্যা বৃদ্ধি সহ কোভিড চিকিৎসার উন্নতি ঘটানোর দাবি জানান তাঁরা।

চেম্বার অফ কমার্সের দক্ষিণ আসাম চাপ্টার সভাপতি বিবেক পোদ্দার ব্যবসায়িক সংগঠন এবং এনজিওগুলির কাছে লকডাউন-বিরোধী আওয়াজ তুলতে আহ্বান জানান।  তিনি বলেন, এই সময়ে লকডাউন আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবনার বিরোধী।  আনলক ওয়ানেই মোদি অর্থনীতিকে সচল করে তোলার কথা বলেছিলেন। তাকে স্তব্ধ করে দিয়ে বরাক উপত্যকায় যা চলছে, তা সাধারণ মানুষের সঙ্কটকেই বাড়িয়ে তোলা হল।  তাঁদের দাবি, শনি-রবিবারের লকডাউনও তুলে দেওয়া হোক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা মেনে ব্যবসা-বাণিজ্যের স্বার্থে মানুষের চলাচল অবাধ হোক। কারণ ব্যবসায়ীদের যে লোকসান হয়েছে, তা থেকে বেরিয়ে আসার সুযোগ দিতে হবে।

ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, চলতি লকডাউনের বিরোধিতা করে চেম্বার অফ কমার্সের দক্ষিণ আসাম চাপ্টারের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র পাঠানো হবে।  মূল লক্ষ্য, আগামী দিনে যেন এমনভাবে কারও সঙ্গে আলোচনা ছাড়া লকডাউন জারি না হয়। তাঁরা স্মারকপত্রের প্রতিলিপি পাঠাবেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, রাজ্যের মুখ্যসচিব এবং জেলাশাসকদেরও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker