India & World UpdatesAnalyticsBreaking News
রেলমন্ত্রী পীযুষ গোয়েলকে প্রয়াত পাসোয়ানের মন্ত্রকের দায়িত্বভার
৯ অক্টোবর : প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের ক্রেতা সুরক্ষা, খাদ্য এবং গণবণ্টন মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব পেলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শুক্রবার তাঁকে এই অতিরিক্ত দায়িত্বভার অর্পণ করেন। রাষ্ট্রপতির কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়ে বলা হয়েছে, গোয়েল এই মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন। ক্রেতা সুরক্ষা, খাদ্য এবং গণবণ্টন মন্ত্রকের দায়িত্ব নেওয়ায় কেন্দ্রীয় মন্ত্রিসভার মোট তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব পেলেন পীযূষ গোয়েল। এমনিতেই তাঁর দায়িত্বে রয়েছে রেল মন্ত্রক এবং বাণিজ্য ও শিল্প মন্ত্রক।
বৃহস্পতিবারই দিল্লির এইমস্ হাসপাতালে ৭৪ বছর বয়সে মারা যান রামবিলাস পাসোয়ান। গত রবিবারই তাঁর হৃত্পিন্ডে অস্ত্রোপচার হয়েছিল। কিন্তু তারপর থেকে আর সুস্থ হননি সাতবারের সাংসদ, এই দাপুটে রাজনীতিবিদ। ইতিমধ্যেই প্রয়াত রামবিলাসকে শ্রদ্ধা জানাতে সমবেত হন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা। সেখানে প্রয়াত খাদ্যমন্ত্রীর স্মরণে দু’মিনিট নীরবতা পালন এবং স্মৃতিচারণ করা হয়। রামবিলাসের শেষযাত্রায় রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। শোকপ্রস্তাবে বলা হয়, ‘কেন্দ্রীয় ক্রেতাসুরক্ষা, খাদ্য এবং গণবণ্টনমন্ত্রীর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করছে মন্ত্রিসভা। তাঁর মৃত্যুতে দেশ এক জন বিশিষ্ট নেতা, সাংসদ এবং দক্ষ প্রশাসককে হারাল’।