India & World UpdatesHappeningsBreaking News
রেমাল আছড়ে পড়ল বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে
ওয়েটুবরাক, ২৭ মে : বাংলাদেশ উপকূল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ল প্রবল ঘূর্ণিঝড় রেমাল। বাংলাদেশের যেখানে ল্যান্ডফল হয়, সেখানে ঝড়ের সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। পশ্চিমবঙ্গেও ঝড়ের বেগ ঘণ্টায় ১০০ কিমি ছাড়িয়ে গিয়েছে। তারই মধ্যে সোমবার শক্তি খুইয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে প্রবল ঘূর্ণিঝড় রেমাল।
রাতভর প্রবল ঝড়-বৃষ্টি হল উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সকালেও ঝড়-বৃষ্টি অব্যাহত আছে। তবে এরই মধ্যে শক্তি খুইয়ে ফেলছে ঘূর্ণিঝড় রেমাল।
বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সিইএসসি জানিয়েছে, বিপদ এড়াতেই সেই কাজ করা হয়েছে।