Barak UpdatesHappeningsBreaking News
বাধ্যতামূলক, কাছাড়ে চলছে ভোটকর্মীদের টিকাদান
ওয়েটুবরাক, ৪ মার্চ: ভোটের কাজে নিযুক্ত সমস্ত অফিসার-কর্মীদের ফ্রন্টলাইন কর্মী হিসাবে করোনা টিকা নিতে হবে। জেলাশাসক কীর্তি জল্লি চিঠি ইস্যু করে বলেছেন, কাছাড় জেলার সকল বিভাগের সমস্ত কর্মী যারা ভোটের কাজে নিযুক্ত রয়েছেন তাদের আগামী ৭ মার্চের মধ্যে টিকা দেওয়া হবে।
তিনি আরও বলেন, কর্মীরা এসএম দেব সিভিল হাসপাতাল, উধারবন্দ বিপিএইচসি, সোনাই বিপিএইচসি, ধলাই বিপিএইচসি, নরসিংপুর এমপিএইচসি, বরজালেঙ্গা এমপিএইচসি, লক্ষীপুর বিপিএইচসি, জয়পুর এমপিএইচসি, হরিনগর বিপিএইচসি, শালচাপড়া এমপিএইচসি, কাটিগড়া মডেল হাসপাতাল ,বিক্রমপুর বিপিএইচসি, সোনাবাড়িঘাট এমপিএইচসি, কালাইন সিএইচসি এবং জালালপুর বিপিএইচসিতে টিকাদানের ব্যবস্থা রয়েছে৷ এ ছাড়া, পোলিং কর্মীদের টিকা দেওয়ার বিষয়ে নীলাঞ্জন গুপ্ত (মোবাইল নম্বর ৯৪৩৫৫৬৫৮০৬) এবং স্বর্ণজিৎ পালের (মোবাইল ৮৩৯৯০৭১৭৫৬) সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।
প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার টিকা নিলেন কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি, পুলিশ সুপার বিএল মিনা প্রমুখ।