NE UpdatesHappeningsBreaking News

রেগিং কাণ্ডে ধৃত ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র, আনন্দের অস্ত্রোপচার সফল

ওয়েটুবরাক, ২ ডিসেম্বর : রেগিংকাণ্ডে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের আরও এক ছাত্রকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে, আদালতে আত্মসমর্পণের জন্য যাওয়ার পথে পুলিশ দিব্যজ্যোতি গগৈ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে৷ এ নিয়ে এই ঘটনায় পাঁচজন পুলিশের জালে ধরা পড়েছে৷ সবাইকে আদালতের নির্দেশে জেলে পাঠানো হয়েছে৷ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পরমেশ্বর সোনোয়াল জানান, রেগিং প্রতিরোধ কমিটি এ দিন মোট ১১ ছাত্রকে ডেকেছিল৷ তাদের মধ্যে পাঁচজন উপস্থিত ছিলেন৷ চারজনই অনলাইনে নিজেদের বক্তব্য পেশ করেন এবং কমিটির সদস্যদের প্রশ্নের জবাব দেন৷ রেগিংয়ের শিকার হয়ে ছাত্রাবাসের ছাদ থেকে লাফিয়ে পড়া আনন্দ শর্মার অস্ত্রোপচার হয় বৃহস্পতিবার৷ ডাক্তাররা জানিয়েছেন, অস্ত্রোপচার ঠিকঠাক হয়েছে৷ দ্রুত সাড়া মিলবে৷

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, কলেজ-বিশ্ববিদ্যালয়ের কোনও হোস্টেলে কোনও প্রাক্তন ছাত্র থাকতে পারবে না৷ এ ব্যাপারে কড়া ব্যবস্থা নিতে সমস্ত কলেজ-বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছেন তিনি৷ তাঁর কথায়, ছাত্রাবাসে থেকে থেকে ‘সুপার বর্ডার’রাই রেগিংয়ে নেতৃত্ব দেয়৷ মুখ্যমন্ত্রীর আশা, ‘সুপার বর্ডার’রা না থাকলে ষাট শতাংশ রেগিং কমে যাবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker